ভূমিহীন ও গৃহহীন মানুষের আশ্রয়ের যুবলীগের যুগান্তকারী আশ্রয়ণ কর্মসূচি চলমান থাকবে: শেখ পরশ
- আপডেট সময় : ১২:০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৬৬ বার পড়া হয়েছে
বক্তব্য রাখছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ : ছবি সংগ্রহ
দেশের প্রতিটি জেলায় আমাদের সাধ্যমতো আশ্রয়হীনদের ঘর দেবো
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, অসহায়, দুঃস্থ, ভূমিহীন ও গৃহহীন মানুষের আশ্রয়ের যুবলীগের যুগান্তকারী আশ্রয়ণ কর্মসূচি চলমান থাকবে।
এরই মধ্যে যুবলীগ ১০টি ঘর দিয়েছে বলে জানান সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, আমার জানা মতে, যুবলীগ ছাড়া অতীতে কোনো রাজনৈতিক সংগঠন অসহায়, ভূমিহীন, গৃহহীন মানুষের জন্য ব্যক্তিগতভাবে ঘর তৈরি করে দেয়নি। যুবলীগ
নেতাকর্মীরা এই মহৎ কাজটি করেছেন। দেশের প্রতিটি জেলায় আমাদের সাধ্যমতো আশ্রয়হীনদের ঘর দেবো। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন যুবলীগ চেয়ারম্যান।
গৃহহীনদের দেওয়া যুবলীগের ঘর
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, কেন প্রধানমন্ত্রী আমাদের এত প্রিয় ব্যক্তিত্ব? তাকে আমরা যে যার মতো করে ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি কিভাবে এত শ্রদ্ধা ও
ভালোবাসা অর্জন করলেন? কী তার বৈশিষ্ট? প্রধানমন্ত্রী অনেক দিন ধরে রাজনীতি করছেন। তার কর্মী হিসেবে আপনারা অবদান রেখে যাচ্ছেন। তার ভালোবাসা অর্জনের কারণ তার সততা, নিষ্ঠা
আর পরিশ্রম। আমি খুব কাছে থেকে দেখেছি, একজন কর্মী মারা গেলে নেত্রী কিভাবে মর্মাহত হয়েছেন। বাইরে থেকে দেখলে মনে হয় তার মন শক্ত। কিন্তু ভেতর থেকে তিনি কোমল মনের
অধিকারী। সে কারণেই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। পরশ বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন থেকে আমরা শিখতে পাই, কর্মীদের সঙ্গে সবসময় সৎ ব্যবহার করতে হবে।
কর্মীদের দূরে সরিয়ে রাখা চলবে না, মনে রাখবেন, সবার আগে কর্মীরাই বুকে গুলি ধারণ করেন। কর্মীরা আছে বলেই আমরা নেতা। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহকর্মীদের প্রতি শ্রদ্ধাবোধ আমরা
নেত্রীর কাছ থেকে শিখতে পারি। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন তার সান্নিধ্যে ছিলাম। তিনি কখনোই কারও প্রতি কটু কথা বলেননি। প্রধানমন্ত্রীর জীবন থেকে আমরা যে শিক্ষা পাই, সেটা

গৃহহীনদের জন্য যুবলীগের ঘরের মডেল
হলো দেশকে ভালোবাসার শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন, দেশকে কিভাবে ভালোবাসতে হয়। দেশপ্রেম ছাড়া কখনোই একটা মর্যাদাশীল জাতি প্রতিষ্ঠা পেতে পারে না।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল। এতে আরও উপস্থিত ছিলেন
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, মো. এনামুল হক খান, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার প্রমুখ।



















