স্বস্তিতে প্রবাসীরা: বিমানবন্দরে করোনা পরীক্ষা করিয়ে সরাসরি ফ্লাইটে
- আপডেট সময় : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ৩২৭ বার পড়া হয়েছে
প্রবাসীদের দাবি দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবশেষে সেই দাবি অনুযায়ী বিমানবন্দরেই বসলো করোনা পরীক্ষার মেশিন বসানো হলো। বুধবার থেকেই চালু হয়ে গেলো তা।
কয়েক ঘন্টা আগে বিমান বন্দরে পৌঁছে সেখানে করোনা পরীক্ষা শেষে সন্দ নিয়ে সরাসরি ওঠে পড়ছেন ফ্লাইটে। এমন ৪৬ জন বাংলাদেশি প্রবাসী এদিন সংযুক্ত আরব আমিরাত গেলেন।
আরব আমিরাত সরকারের নতুন বিধিনিষেধ আরোপের পর দ্রুত কর্মস্থলে ফেরার ব্যবস্থা নিয়ে বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে নির্দেশ স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে তা কার্যকরের মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে প্রবাসীদের।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষা করিয়ে ৪৬ জন যাত্রী আমিরাতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছেন। যদিও ৫০ জন যাত্রীর
যাওয়ার কথা ছিল। কিন্তু আমিরাত ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষার সময় বেধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে ৪৬ জন যাত্রী উপস্থিত থাকায় তাদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষায়
সকল যাত্রীর করোনা নেগেটিভ এসেছে। ইউএইতে পৌঁছানোর পর আবারও তাদের করোনা পরীক্ষা করা হবে।





















