6 people died : যুদ্ধাপরাধের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ
- আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
একাত্তরে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ৬ জন মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের সবাই পলাতক রয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সোমবার এ রায় দেন।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ নিয়ে এক যুগের বেশি সময়ে ৫০টি মামলার রায় এল। এসব মামলায় দণ্ডিত আসামি ১২৯ জন। তখন মামলায় আসামি ছিলেন নয়জন। ইতিমধ্যে গ্রেপ্তার দুজন, পলাতক একজনসহ তিন আসামি মারা গিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর এ পর্যন্ত সাতজনের দণ্ড কার্যকর হয়েছে।
যে ৬জনের ফাঁসি কার্যকর হয়েছে, তারা হচ্ছে, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান ও মীর কাসেম আলী। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।




















