45,000 teachers : ৪৫ হাজার শিক্ষক নিয়োগের পরীক্ষা শুক্রবার

- আপডেট সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ২৮৭ বার পড়া হয়েছে
সাংবাদিক বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকীর হোসেন : ছবি সংগ্রহ
বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার। আর এই নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে, শুক্রবার। এনিয়ে বিভিন্ন তথ্য জানাতে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক বৈঠকে আসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকীর হোসেন।
এসময় প্রতিমন্ত্রী জানান প্রথম ধাপে শুক্রবার ২২ জেলায় ও দ্বিতীয় ধাপে ২০ মে ৩০ জেলায় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১টি জেলায়।
প্রতিমন্ত্রী জাকীর হোসেন বলেন, ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য রয়েছে। চাকুরি প্রত্যাশী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। দেশের তিনটি পার্বত্য জেলা ছাড়া তিন ধাপের লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হবে ৬১টি জেলায়।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘন্টার নিয়োগ পরীক্ষা ‘১ হাজার ৮১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রাথমিক থেকেই মানসম্মত শিক্ষার ওপর জোর দিয়েছেন হাসিনা সরকার। এ কারণে মানসম্মত শিক্ষক নিয়োগ প্রয়োজন।
এবছরের জুলাইয়ের মধ্যেই ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন করতে লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগদান প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর বিজ্ঞপ্তি প্রকাশ করলেও করোনা অতিমারিতে তা পিছিয়ে যায়। এরই মধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও অধিক সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। সব মিলিয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।