৩০ কেজির এক কালো পোপার দাম ৪ লাখ টাকা
- আপডেট সময় : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
সাগরে মৎস্যজীবীর জালে ৩০ কেজি ওজনের কালো পোপা মাছটি ধরে পড়ে। শুক্রবার দুপুরের দিকে কক্সবাজারের টেকনাফের সাবরাং বাহারছড়া ঘাটে বিক্রির জন্য তোলা হয় মাছটি। বড় আকারের এই কালো পোপা মাছটি দেখতে মানুষের ভীড় জমে। দাম হাঁকা হায় সাড়ে ৭ লাখ টাকা।
কেন এই মাছের দাম এতো বেশি? বায়ুথলি বেশ মূল্যবান বলে পোপা মাছের দাম অনেক বেশি। পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয়ে থাকে। একারণে বিভিন্ন দেশে এই মাছের চাহিদা রয়েছে। মাছটির বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি।
স্থানীয় ট্রলারের চালক মোহাম্মদ উল্লাহ জানান, এদিন সকালে মাছ ধরার জন্য সাবরাং ইউনিয়নের বাহারছড়া থেকে পাঁচজন মাঝিমল্লাসহ সৈয়দ আহমদের ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের দিকে রওনা দেন। এর মধ্যে বারো বাইন নামের এলাকায় গিয়ে জাল ফেলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ জালে বিভিন্ন প্রজাতির মাছসহ বড় আকারের কালো পোপা মাছটি ধরা পড়ে।




















