সংবাদ শিরোনাম ::
২৪ লাখ রুপিসহ দুইজন গ্রেপ্তার, চক্রের পান্ডার খোঁজে মাঠে পুলিশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতীয় সীমান্ত গলিয়ে কুড়িগ্রাম দিয়ে চোরাইপথে বিপুল পরিশাণ ভারতীয় রুপি ঢাকায় পৌঁছে দিতে এসে দুই জন পুলিশের হাতে আটক হয়েছে। আইয়ুব আলী ও মোরসালিন ইসলাম মিলন ব্যাগ তল্লাশি করে সাড়ে ২৪ লাখ রুপি জব্দ করা হয়। তাদের বাড়ি কুড়িগ্রামে।
রুবী চোরাই চক্রের পাণ্ডা মাসুদ রানার বাড়ীও কুড়িগ্রামে। কোন এক ব্যক্তির কাছে রুপি পৌঁছে দিতে দুজনকে ঢাকায় পাঠায় মাসুদ।
পুলিশ জানায়, ৯ সেপ্টেম্বর ঢাকার পল্টন এলাকায় টহল পুলিশ তাদের আটকের ব্যাগ তল্লাশি করে এসব রুপি উদ্ধার করে। এনিয়ে পল্টন থানার এসআই আকরামুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। আসামি তিনজনের মধ্যে চক্রের পান্ডা মাসুদ রানার নামও রয়েছে।
আটক দু’জনকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করে সাত দিনে রিমান্ড চাইলে একদিনের রিমান্ড দেওয়া হয়। ১২ সেপ্টেম্বর রিমান্ড আদালত তাদের কারাগারে পাঠায়।




















