‘হু’র অনুমোদন মিললো ভারতের কোভ্যাক্সিনের
- আপডেট সময় : ০৮:০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ৪০৭ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
এখন থেকে ভারতের তৈরি করোনা টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়ে কোন ব্যক্তি বিদেশ সফরে যেতেও আর কোন বাধা থাকবে না। এরই মধ্যে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ (হু)।
বুধবার ‘হু’-র বিশেষজ্ঞ কমিটির বৈঠকে কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। হু-র এই সিদ্ধান্তের ফলে কোভ্যাক্সিনের দু’টি টিকা নিয়ে যারা শিক্ষা বা চাকরির
জন্য আমেরিকা-ইউরোপে যাওয়ার আবেদন জানিয়েছেন, তাদের পক্ষে অনুমতি পাওয়া সহজ হবার কথা জানিয়েছে সংবাদমাধ্যম।
টুইটারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও।
এর আগে গত এপ্রিলে জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন চেয়ে অবেদন করে ভারত বায়োটেক। তবে প্রয়োজন তথ্য সরবরাহ করা হয় জুলাইয়ে। দীর্ঘ পরীক্ষানিরীক্ষা শেষে প্রায়
৭ মাস পর ভ্যাকসিনটি অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়াই ভ্যাকসিনটি ভারতে ব্যাপক ব্যবহার করা হয়। দেশটিতে ১৪ কোটি ১২ লাখ মানুষ এ ভ্যাকসিন
গ্রহণ করেছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না পাওয়ায় ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে উদ্বেগ ছিল। যা এখন থেকে আর থাকলো না।


























