হজের খরচ এক লাখ টাকার বেশি বেড়েছে
- আপডেট সময় : ০৯:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
হজের খরচ বৃদ্ধি পাওয়ায় নিবন্ধনের পরও অনেকে বাতিল করেছেন। তাছাড়া অনেকেই ওমরা পালনের সিদ্ধান্ত নিবন্ধন বাতিল কেউ কেউ। নিবন্ধনের প্রথম দিন বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ নিবন্ধন করেছেন ১০১ হজযাত্রী। নিবন্ধনের প্রথম দিনে আশানুরূপ সাড়া মেলেনি। হজ এজেন্সিগুলোর আশা সময় বাড়ার সঙ্গে পূরণ কোটা পূরণ হবে। গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২-এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে।
এবার ডলার সংকট ছাড়াও বিমান ভাড়া, রিয়ালের দাম ও মুয়াল্লিম ফি বাড়াসহ বিভিন্ন কারণে খরচ এক লাখের বেশি বেড়েছে। এদিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের জানান এবারে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ৯ জানুয়ারি সৌদি ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয়। সে অনুযায়ী এবছর ১ লাখ ২৭ হাজার ১৯৮জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮জন। ধর্ম প্রতিমন্ত্রী জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী শতভাগ হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন মক্কা রোড চুক্তি অনুযায়ী বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে। চলতি বছর কোরবানির খরচ ছাড়া হজের প্যাকেজ ধরা হয়েছে সরকারিভাবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা আর বেসরকারিভাবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। নির্ধারিত সময় অনুযায়ী হজের নিবন্ধন চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।




















