ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনইআইআর বাস্তবায়ন না হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত সরকার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প তৃতীয়বারের মতো এনসিএল চ্যাম্পিয়ন রংপুর চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন পরিহারের আহ্বান অন্তর্বর্তী সরকারের অনানুষ্ঠানিক শ্রমিকদের সংখ্যা বেশি, কিন্তু স্বীকৃতি কম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা জোরালো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার : কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

সাতশ’ কোটি টাকার বিজ্ঞাপন হারাতো দেশীয় টিভি ক্লিনফিড হওয়ায় সুফল পেতে শুরু করেছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ২৭৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

‘বিদেশিদের নিয়ে বিজ্ঞাপন বানালে সরকারকে দুই লাখ টাকা করে দিতে হবে’

ক্লিনফিড না হওয়ায় পর্যন্ত দেশীয় টেলিভিশন শিল্প পাঁচশ থেকে সাতশ’ কোটি টাকার বিজ্ঞাপন হারাতো। বর্তমানে সেগুলো আসতে শুরু করেছে। অর্থাৎ দেশীয় টিভি চ্যানেলগুলো সুফল পেতে শুরু করেছে।

রবিবার বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে ঢাকার বনানীতে এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) আয়োজিত ‘বাংলাদেশে টেলিভিশন চ্যানেলের বিকাশ’ গোলটেবিল বৈঠকে একথা বলেন, বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসময় তিনি আরও বলেন, বিদেশি কোন শিল্পীকে নিয়ে বিজ্ঞাপন বানালে শিল্পী প্রতি দুই লাখ সরকারের কোষাগারে টাকা জমা দিতে হবে। তিনি বলেন, মানুষকে ভাবায়, কাঁদায় এমন অনেক বিজ্ঞাপন বাংলাদেশের নির্মাতারাই তৈরি করছেন।

টেলিভিশন শুধু বিনোদন বা সংবাদের জন্যই নয়, টেলিভিশন জীবন, সমাজ ও দেশ গঠনে কাজ করবে, সেটিই হোক বিশ্ব টেলিভিশন দিবসে আমাদের লক্ষ্য বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী আরও বলেন, আগে বাংলাদেশে একটি টেলিভিশন ছিলো। আজ একে একে ৩৪টি টেলিভিশন সম্প্রচারে রয়েছে। আরও কয়েকটি আসার প্রস্তুতি নিচ্ছে। ৪৫টির লাইসেন্স দেওয়া হয়েছে। সাংবাদিক, কলাকুশলী ছাড়াও টেলিভিশন শিল্পে সবমিলিয়ে এই শিল্পের সঙ্গে প্রায় লাখ খানেক মানুষ যুক্ত। আরও অনেকেই কন্টেন্ট ও বিজ্ঞাপন বানায় ও বিক্রি করে। প্রায় পাঁচ কোটি বাড়িতে টেলিভিশন রয়েছে।

টেলিভিশনকে মানুষের প্রাত্যহিক জীবনের একটি অংশ বর্ণনা করে ড. হাছান বলেন, অনেকের ঘরে টেলিভিশন না থাকলেও দেখা যায় চায়ের দোকানে বসে টেলিভিশনে নাটক, সিনেমা দেখছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের জীবনের ওপর টেলিভিশনের একটা প্রভাব রয়েছে। পুরো টেলিভিশন শিল্পটা জীবন গঠনে ভূমিকা রাখবে। জীবন, সমাজ, দেশ গঠনে এবং রাষ্ট্রকে লক্ষ্যে পৌঁছানোর জন্য টেলিভিশন কাজ করবে, এটিই বিশ্ব টেলিভিশন দিবসে আমার প্রত্যাশা।

তথ্যমন্ত্রী ড. হাচান মাহমুদ বলেন, বাংলাদেশে সম্প্রচারের জন্য বিদেশি চ্যানেলকে আইন অনুযায়ী ক্লিনফিড পাঠাতে হবে। বাংলাদেশের কেউ কেউ বিদেশি চ্যানেলগুলোর ফিড ক্লিন করার দায়িত্ব নেয়ার চেষ্টা করছে। এর প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

কারণ, আইন অনুযায়ী ক্লিনফিড পাঠানো বিদেশি চ্যানেলগুলোরই দায়িত্ব। তারা নেপাল, শ্রীলংকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠায়, সেখানে বাজার অনেক ছোট। আর বাংলাদেশে পাঠাবে না, আমরা দায়িত্ব নিয়ে ক্লিনফিড করবো, তার প্রয়োজন নেই।

দেশে টেলিভিশনগুলোর রেটিং বা টিআরপি একটা সংস্থা করতো, অন্যান্য দেশে কিভাবে করা হয়, বিশেষ করে ভারতে কিভাবে করা হয় অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করে আমরা একটা সিদ্ধান্ত এসেছি এবং খুব সহসা এতে শৃঙ্খলায় নিরয়ে আসা হবে।

হাছান মাহমুদ জানান, সংবাদমাধ্যমকর্মী আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব সহসা এটি জাতীয় সংসদে তোলা হবে। এটি পাশ হলে সম্প্রচার সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের আইনী সুরক্ষা প্রতিষ্ঠা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাতশ’ কোটি টাকার বিজ্ঞাপন হারাতো দেশীয় টিভি ক্লিনফিড হওয়ায় সুফল পেতে শুরু করেছে

আপডেট সময় : ০৮:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১

ছবি: সংগৃহীত

‘বিদেশিদের নিয়ে বিজ্ঞাপন বানালে সরকারকে দুই লাখ টাকা করে দিতে হবে’

ক্লিনফিড না হওয়ায় পর্যন্ত দেশীয় টেলিভিশন শিল্প পাঁচশ থেকে সাতশ’ কোটি টাকার বিজ্ঞাপন হারাতো। বর্তমানে সেগুলো আসতে শুরু করেছে। অর্থাৎ দেশীয় টিভি চ্যানেলগুলো সুফল পেতে শুরু করেছে।

রবিবার বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে ঢাকার বনানীতে এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) আয়োজিত ‘বাংলাদেশে টেলিভিশন চ্যানেলের বিকাশ’ গোলটেবিল বৈঠকে একথা বলেন, বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসময় তিনি আরও বলেন, বিদেশি কোন শিল্পীকে নিয়ে বিজ্ঞাপন বানালে শিল্পী প্রতি দুই লাখ সরকারের কোষাগারে টাকা জমা দিতে হবে। তিনি বলেন, মানুষকে ভাবায়, কাঁদায় এমন অনেক বিজ্ঞাপন বাংলাদেশের নির্মাতারাই তৈরি করছেন।

টেলিভিশন শুধু বিনোদন বা সংবাদের জন্যই নয়, টেলিভিশন জীবন, সমাজ ও দেশ গঠনে কাজ করবে, সেটিই হোক বিশ্ব টেলিভিশন দিবসে আমাদের লক্ষ্য বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী আরও বলেন, আগে বাংলাদেশে একটি টেলিভিশন ছিলো। আজ একে একে ৩৪টি টেলিভিশন সম্প্রচারে রয়েছে। আরও কয়েকটি আসার প্রস্তুতি নিচ্ছে। ৪৫টির লাইসেন্স দেওয়া হয়েছে। সাংবাদিক, কলাকুশলী ছাড়াও টেলিভিশন শিল্পে সবমিলিয়ে এই শিল্পের সঙ্গে প্রায় লাখ খানেক মানুষ যুক্ত। আরও অনেকেই কন্টেন্ট ও বিজ্ঞাপন বানায় ও বিক্রি করে। প্রায় পাঁচ কোটি বাড়িতে টেলিভিশন রয়েছে।

টেলিভিশনকে মানুষের প্রাত্যহিক জীবনের একটি অংশ বর্ণনা করে ড. হাছান বলেন, অনেকের ঘরে টেলিভিশন না থাকলেও দেখা যায় চায়ের দোকানে বসে টেলিভিশনে নাটক, সিনেমা দেখছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের জীবনের ওপর টেলিভিশনের একটা প্রভাব রয়েছে। পুরো টেলিভিশন শিল্পটা জীবন গঠনে ভূমিকা রাখবে। জীবন, সমাজ, দেশ গঠনে এবং রাষ্ট্রকে লক্ষ্যে পৌঁছানোর জন্য টেলিভিশন কাজ করবে, এটিই বিশ্ব টেলিভিশন দিবসে আমার প্রত্যাশা।

তথ্যমন্ত্রী ড. হাচান মাহমুদ বলেন, বাংলাদেশে সম্প্রচারের জন্য বিদেশি চ্যানেলকে আইন অনুযায়ী ক্লিনফিড পাঠাতে হবে। বাংলাদেশের কেউ কেউ বিদেশি চ্যানেলগুলোর ফিড ক্লিন করার দায়িত্ব নেয়ার চেষ্টা করছে। এর প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

কারণ, আইন অনুযায়ী ক্লিনফিড পাঠানো বিদেশি চ্যানেলগুলোরই দায়িত্ব। তারা নেপাল, শ্রীলংকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠায়, সেখানে বাজার অনেক ছোট। আর বাংলাদেশে পাঠাবে না, আমরা দায়িত্ব নিয়ে ক্লিনফিড করবো, তার প্রয়োজন নেই।

দেশে টেলিভিশনগুলোর রেটিং বা টিআরপি একটা সংস্থা করতো, অন্যান্য দেশে কিভাবে করা হয়, বিশেষ করে ভারতে কিভাবে করা হয় অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করে আমরা একটা সিদ্ধান্ত এসেছি এবং খুব সহসা এতে শৃঙ্খলায় নিরয়ে আসা হবে।

হাছান মাহমুদ জানান, সংবাদমাধ্যমকর্মী আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব সহসা এটি জাতীয় সংসদে তোলা হবে। এটি পাশ হলে সম্প্রচার সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের আইনী সুরক্ষা প্রতিষ্ঠা সম্ভব হবে।