সংবাদ শিরোনাম ::
শিবানী বিশ্বাসের কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
দংশন
ছারপোকার কামড়ও মিস্টি লাগে,
তার কর্কশ বাক্যবাণের চেয়েও ।
সে স্বামী, কারো প্রেমিক, কেউবা আছে
অপশান প্রয়োজনে।
যখন বাক্য বৃস্টি হয়, মনে হয়,
ছারপোকার কামড়ও মন্দ নয়।
আরো আছে একটা প্রধানা,
আর সব এখানে সেখানে গজান ব্রাসেলস্প্রাউট।
ঝরাপাতা ডেকে নেবে একদিন আমায়,
হয়ত কোনো এক সন্ধ্যায় !
নয়ত ভোরের আকাশ সাদা হবার আগেই,
ঘুম ভাঙবেনা আর কোনো দিন !
ডেকে ডেকে যাবে সব না পাওয়া বাসনা আক্ষেপেরা ।
এস কী হলো চলো !বলব না কিছু,
ছারপোকার কামড় তখনও আরো মিস্টি হবে,
কর্কশ বাক্যবাণ ঝরিও শান্তি পাবে মনে।

জার্সি সিটি
31/1/2021