মা ইলিশ রক্ষায় জোরালো অভিযান, আইন অসামান্য করলেই কঠোর শাস্তি
- আপডেট সময় : ০৫:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে
মা ইলিশ রক্ষায় জোরালো অভিযান গত বছর ২২ দিনে প্রায় ৫২ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে সক্ষম হয়েছে।
তাতে প্রায় ৮ লক্ষ ৫ হাজার ৫১৫ কেজি
ডিম উৎপাদন হয়েছে।
তা থেকে প্রায় ৪০ হাজার ২৭৬ কোটি জাটকা ইলিশ উৎপাদন হয়েছে
ইলিশসমৃদ্ধ ৩৭ জেলার ১৫৫ উপজেলায় এ সহায়তা পৌঁছে গেছে।
এর আওতায় মোট ৫ লক্ষ ৫৪ হাজার ৮৮৭ টি
জেলে পরিবারকে ২৫ কেজি হারে মোট ১৩ হাজার ৮৭২.১৮
মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে ২ নভেম্বর ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান পালিত হবে।
এসময় ইলিশ আহরণ, বিতরণ ও পরিবহন বন্ধ থাকবে। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন
স্বয়ং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বিগত বছরের তুলনায় এ বছর মা ইলিশ রক্ষায় আরও বেশি কঠোর অবস্থানে সরকার। কোনোভাবেই মা ইলিশের ক্ষতি করা
যাবে না। মা ইলিশ ও জাটকা সংরক্ষণের কারণে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে তা নয়, গুণগত মান এবং বড়
সাইজের ইলিশ মিলছে।
গতবছর মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন হওয়ায় ইলিশ আহরণ নিষিদ্ধের ২২ দিনে প্রায় ৫২ শতাংশ
মা ইলিশ ডিম ছাড়তে সক্ষম হয়েছে। তাতে প্রায় ৮ লক্ষ ৫ হাজার ৫১৫ কেজি ডিম উৎপাদন হয়েছে। তা থেকে
প্রায় ৪০ হাজার ২৭৬ কোটি জাটকা ইলিশ উৎপাদন হয়েছে।
এরই ধারাবাহিকতা ধরে রাখতে জন্য সরকার এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযান পালন শুরু হচ্ছে। মৎস্য অধিদপ্তরের
কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলপথে, স্থলপথে এমনকি আকাশ পথে মা ইলিশ রক্ষায় পর্যবেক্ষণ করবে।
এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের যাতে কষ্ট না হয়, সেজন্য সরকার ভিজিএফ সহায়তা দিচ্ছে।
ইতোমধ্যে দেশের ইলিশসমৃদ্ধ ৩৭ জেলার ১৫৫ উপজেলায় এ সহায়তা পৌঁছে গেছে। এর আওতায় মোট ৫ লক্ষ ৫৪ হাজার ৮৮৭ টি
জেলে পরিবারকে ২৫ কেজি হারে মোট ১৩ হাজার ৮৭২.১৮ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার ঘোষণা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রনালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
অভিযান চলাকালে যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মা ইলিশ রক্ষায় জোরালো অভিযান
মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা, আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা এবং মা ইলিশ সংরক্ষণের সময়ে
কোন মাছ ধরা নৌযান যাতে নদী বা সাগরে যেতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষার সাথে সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্বে উৎপাদিত মোট ইলিশের ৮০ ভাগের ঊর্ধ্বে বাংলাদেশে উৎপাদন হয়।
ইলিশ সম্পদের উন্নয়নে সরকার নানা সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করায় ইলিশ আহরণ আশাতীতভাবে বৃদ্ধি পেয়েছে।
২০০৮-০৯ অর্থবছরে ইলিশের আহরণ ছিল ২.৯৮ লাখ মেট্রিক টন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পরিকল্পনা ও ব্যবস্থাপনায়
ইলিশের আহরণ বৃদ্ধি পেয়ে ২০২২-২৩ অর্থবছরে ৫.৭১ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। বিগত ১৫ বছরে ইলিশের
উৎপাদন প্রায় ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।




















