ব্যবসায়ীদের সকল সুযোগ-সুবিধা দিয়েছে সরকার : শেখ হাসিনা
- আপডেট সময় : ১০:২২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সব সময় আপনাদের সহায়তা করে যাব। এখানে কোনো ‘হাওয়া ভবন-খাওয়া ভবন’ থাকবে না। সরকার দল-মত-নির্বিশেষে সবার জন্য ব্যবসার ক্ষেত্রে সুবিধা দিচ্ছে।
শনিবার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ বিষয়ক ব্যবসায়ী সম্মেলনে তিনি এ কথা বলেন।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে ব্যবসাবান্ধব সরকার। সেটা নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন। আমি চাই, ব্যবসা-বাণিজ্যের দিক থেকে বাংলাদেশ আরো এগিয়ে যাক।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যোগাযোগব্যবস্থার উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আর একেকটা কাজ করতে গিয়ে অনেক সমালোচনা শুনতে হয়। মেট্রো রেল করার সময় শুনতে হলো, ৩৩ হাজার কোটি টাকা খরচ করে মেট্রো রেল করার কী দরকার। তিন হাজার কোটি টাকা খরচ করলেই তো নাকি সব সমাধান হয়ে যায়।




















