বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াতের তথ্য
- আপডেট সময় : ১২:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
বেনাপোল বন্দর দিয়ে গতকাল ভারত–বাংলাদেশের মধ্যে মোট ১ হাজার ৩৩৪ জন পাসপোর্টধারী যাতায়াত করেছেন। এ সময় ভ্রমণ খাত থেকে সরকার প্রায় ১৪ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। তবে সাপ্তাহিক ছুটির কারণে এদিন আমদানি, রপ্তানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ ছিল।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত সংক্রান্ত এসব তথ্য নিশ্চিত করেন।
ইমিগ্রেশন সূত্র জানায়, প্রতিদিন ভোর সাড়ে ৬টা থেকে বেনাপোল–পেট্রাপোল রুটে পাসপোর্টধারীদের যাতায়াত শুরু হয়। শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই পথে যাতায়াত করেন মোট ১ হাজার ৩৩৪ জন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছেন ৭৭৮ জন। তাঁদের মধ্যে বাংলাদেশি ৫৭৪ জন, ভারতীয় ২০২ জন এবং অন্যান্য দেশের নাগরিক ২ জন। অপরদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন ৫৫৬ জন, যার মধ্যে বাংলাদেশি ৪৪৫ জন, ভারতীয় ১০৮ জন এবং অন্যান্য দেশের নাগরিক ৩ জন।
এদিকে স্থানীয় মানিচেঞ্জারদের তথ্যমতে, শনিবার বাংলাদেশি ১০০ টাকার বিপরীতে ৭৫ ভারতীয় রুপি এবং ভারতীয় ১০০ রুপিতে ১৩২ টাকা লেনদেন হয়েছে। পাশাপাশি প্রতি মার্কিন ডলারের ক্রয়মূল্য ছিল ১২৫ টাকা এবং বিক্রয়মূল্য ১২৬ টাকা।



















