বেঁধে দেওয়া দাম মানছে না ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাজারে নিত্যপণ্যে দামের লাগাম টানতে প্রথম বারের মতো আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁেধ দেয় বাণিজ্যমন্ত্রণালয়। কিন্তু রাত পোহাতে দেখা গেল বাজারের স্রোত আগের মতোই বইয়ে চলেছে।
সরকারের বেঁধে দেওয়া দামে মানছে না ব্যবসায়ীরা। খুচরো পর্যায়ে আলু সেই ৫০ টাকা কেজি এবং দেশি পেঁয়াজ ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দামে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় কিছু কিছু দোকানে বিক্রি হলেও অনেক দোকানে তা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
সরকারি ছুটির দিন শুক্রবার বিভিন্ন বাজারের চিত্র এমনই।
বাজারে দেশি পেঁয়াজ ৮৫ টাকা, ক্রস জাতের পেঁয়াজ ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি আদা ২৬০ টাকা, ইন্দোনেশিয়ার আদা ২৮০-৩০০ টাকা, চায়না রসুন ২০০, দেশি রসুন ২৪০ টাকা, আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সপ্তাহ গড়িয়ে এদিন দেশি আদা ৪০ টাকা, ইন্দোনেশিয়ান আদা ২০-৪০ টাকা ও দেশি রসুন ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে আলু-পেঁয়াজ বিক্রিতে মানা হচ্ছে না সরকার নির্ধারিত দাম।
ব্যবসায়ীরা জানান, কম দামে কেনা যায়নি, তাই বিক্রি করাও সম্ভব হচ্ছে না। আলু কেনা পড়েছে ৪২ টাকা, তারপর ভাড়া ও অন্যান্য খরচা বাদ দিয়ে ৫০ টাকাতেই বিক্রি করতে হচ্ছে।




















