বিয়ে করছেন সোনাক্ষী! পাত্র কে?
- আপডেট সময় : ০১:০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
২০২২ সালে জোর গুঞ্জন চাউর হয়েছিল, অভিনেতা জহির ইকবালের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন সোনাক্ষী সিনহা। যদিও পরবর্তীতে বাগদানের খবরটি উড়িয়ে দেন এই নায়িকা।
দীর্ঘদিন পর নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সোনাক্ষী সিনহা। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হন শত্রুঘ্ন কন্যা। এ সময় কপিল শর্মা জানতে চান, আলিয়া ভাট, কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়া— সবাই বিয়ে করে ফেলেছেন। সোনাক্ষী কবে বিয়ের পরিকল্পনা করেছে?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের খবর। এমনকী, সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির। তাহলে কী জাহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী?
সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল হঠাৎ সোনাক্ষীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী তখন সোজা উত্তর দেন, ‘কাটা গায়ে নুনের ছিঁটে! আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।’ খুব চালাকি করেই জাহিরের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সোনাক্ষী।
























