বাংলাদেশে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে সিইসি
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল : ছবি সংগ্রহ
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্পন্ন হয়েছে।
অবশ্য এ বিষয়ে সরকারের সহযোগিতায় তা সম্ভব হয়েছে।
রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মন্তব্য সিইসির।
দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনকে সম্ভব, সেটা আমরা আগেও বলেছি। কিছুটা চ্যালেঞ্জ
থাকে। সেক্ষেত্রে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে, সরকারের যে পলিটিকাল উইল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার, সেটা ছিল।

সেই সাথে সরকারের তরফ থেকে আন্তরিকতা ছিল। নিশ্চয়তা বিধান করার কথা ছিল, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যে সহযোগিতা
করার কথা ছিল, সে সহযোগিতা পেয়েছিলাম বলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পেরেছি।
ঢাকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের টানা চতুর্থবারের মতো জয়ের বিষয়ে আশাবাদী তিনি। নির্বাচন সুষ্ঠুভাবে
করতে পারায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। নির্বাচনী কর্মকর্তাকে হুমকি দেওয়ায় ভোটগ্রহণের
একেবারে শেষ পর্যায়ে এসে চট্টগ্রাম-১ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করে কমিশন, বাংলাদেশের
নির্বাচনের ইতিহাসে প্রথম এমন ঘটনা ঘটলো। নির্বাচনে ২৮টি দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৯৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশের নির্বাচন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা। এদিন ঢাকার প্যান প্যাসিফিক
সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানান। বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থায় সরকার যে স্বচ্ছতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন
রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আন্দ্রেই শুতভ। তিনি বলেছেন, নির্বাচন যে স্বচ্ছ ও বৈধ হচ্ছে, তা তুলে ধরার জন্য, নির্বাচন ব্যবস্থার
স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার।

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে অবস্থান করছে রাশিয়ার তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন
করছেন আন্দ্রেই শুতভ। তিনি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে পুরো বিশ্বের আগ্রহ রয়েছে।
নির্বাচন কমিশন সচিব জাঙ্গাঙ্গির আলম সাংবাদিকদের জানিয়েছেন, বিভিন্ন অনিয়মের কারণে ৭টি কেন্দ্রের ভোট বাতিল এবং ১৫ জনকে বিভিন্ন
মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।
আচারণ বিধি লংঘণের অভিযোগে চট্টগ্রামের-১৬ (বাঁশখালী) আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন
কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, প্রাথমিক অবস্থায় ৪০% ভোট কাস্ট হয়েছে।

তবে গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তবে কোথাও কোথাও ৬০% ভোট পড়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৌকা সমর্থক এবং লাঙ্গল প্রতীক সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ও অনিয়মের অভিযোগ এনে লাঙ্গল প্রতীকের
প্রার্থী আলমগীর শিকদার লোটন প্রার্থীতা প্রত্যার করে নেন।
তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলো বাংলাদেশে। রবিবার সকাল ৮টায় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু
হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে মুন্সিগঞ্জে একজন নিহত এবং নারায়ণগঞ্জে চারজন ও চট্টগ্রামে দুইজনসহ ৬ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।




















