ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথ হল ট্রাজেডি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত মিরপুরের রূপনগরে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয়ে রয়েছে ১৩ লাখ রোহিঙ্গা ২৬-এর নির্বাচনে প্রার্থিতার দৌড়ে ছাত্রদলের শীর্ষ নেতারা ডিআরইউ-ভিসতা ইনডোর গেমস শুরু ১৭ অক্টোবর, খেলাধুলায় প্রাণ ফেরাচ্ছে রিপোর্টার্স ইউনিটি মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনা সদর দপ্তর জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলন, বিশ্ব শান্তির নতুন দিগন্তে ভারত ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের নোবেল শান্তি পুরস্কার থেকে ট্রাম্পের নাম বাদ কেন? জানালো কমিটি সাহিত্যাঙ্গনে শোকের ছায়া: চলে গেলেন সৈয়দ মনজুরুল ইসলাম

বাংলাদেশে কবে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে কবে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তুরস্কের বাংলা ডাবিং করা সিরিজ ‘সুলতান সুলেমান’। এরপর আসে ‘কুরুলুস উসমান’। দুটোতেই অভিনয় করে নজর কেড়েছেন তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট।

‘কুরুলুস উসমান’ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন বুরাক। বর্তমানে চলা এই সিরিজের কারণে তাকে নিজের নামের চেয়ে উসমান নামেই চেনেন বাংলাদেশের বেশির ভাগ মানুষ।

সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। তবে কবে বাংলাদেশে আসবেন সেই তারিখটি তখন জানায়নি বুরাক অ্যাজিভিট। এবার এ অভিনেতার বাংলাদেশে আসার দিনক্ষণ জানা গেছে।

১৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বুরাক নিজেই বলেন, ‘বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি।

আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।’

এর আগে ১৬ মে এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে কবে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

আপডেট সময় : ১১:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

 

বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তুরস্কের বাংলা ডাবিং করা সিরিজ ‘সুলতান সুলেমান’। এরপর আসে ‘কুরুলুস উসমান’। দুটোতেই অভিনয় করে নজর কেড়েছেন তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট।

‘কুরুলুস উসমান’ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন বুরাক। বর্তমানে চলা এই সিরিজের কারণে তাকে নিজের নামের চেয়ে উসমান নামেই চেনেন বাংলাদেশের বেশির ভাগ মানুষ।

সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। তবে কবে বাংলাদেশে আসবেন সেই তারিখটি তখন জানায়নি বুরাক অ্যাজিভিট। এবার এ অভিনেতার বাংলাদেশে আসার দিনক্ষণ জানা গেছে।

১৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বুরাক নিজেই বলেন, ‘বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি।

আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।’

এর আগে ১৬ মে এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।