প্রশান্ত মহাসাগরে আবারো নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
- আপডেট সময় : ১২:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
পূর্ব প্রশান্ত মহাসাগরে ফের একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিএনএন। ওয়াশিংটনের দাবি, হামলার লক্ষ্যবস্তু নৌযানটি মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।
মার্কিন কর্তৃপক্ষ জানায়, মাদক পাচারের একটি পরিচিত নৌরুটে অবস্থানকালে নৌযানটিতে হামলা চালানো হয়। তবে নিহতদের পরিচয় বা নৌযানটির মালিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে গত মঙ্গলবার একই এলাকায় তিনটি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা। ওই হামলায় অন্তত আটজন নিহত হন।
গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায় একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমালোচনার জবাবে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।




















