প্রধানমন্ত্রী মোদীকে হাড়িভাঙ্গা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস
- আপডেট সময় : ০৮:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারতের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের জন্যও আম উপহার পাঠানো হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে ভারতে আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, সোমবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার পাঠানো আমের চালানটি নয়াদিল্লিতে পৌঁছবে। সেখান থেকে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, কূটনীতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করবেন।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বিনিময়ে ত্রিপুরা বাংলাদেশকে শুভেচ্ছা উপহার হিসেবে তাদের বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস পাঠিয়েছে।
প্রতি বছরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শুভেচ্ছা উপহার হিসেবে ভারতে আম উপহার পাঠানো হয়। এবারও ব্যতিক্রম হয়নি।




















