পানশিরে তালেবান বাহিনী-বিদ্রোহী ব্যাপক লড়াই
- আপডেট সময় : ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের পানশিরে তালেবান বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। যুদ্ধে প্রতিপক্ষের বড় ক্ষতি করার দাবি তোলা হচ্ছে দু’পক্ষই। শুক্রবার এসব
জানিয়েছে বিবিসি ও রয়টার্স। আফগানিস্তানের পানশির বাদে সব এলাকাই নিরঙ্কুশভাবে তালেবানের দখলে রয়েছে।
তালেবান জানিয়েছে, তারা পানশিরের কিছু এলাকা দখল করেছে। বিদ্রোহীরা তালেবানের এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, এমন কিছুই ঘটেনি। উপত্যকায় প্রবেশের সবগুলো পথই সুরক্ষিত। এমনকি যুদ্ধে শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলেও মন্তব্য বিদ্রোহীদের।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর আমরা অভিযান শুরু করি। তালেবান যোদ্ধারা পানশিরের কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।
বিদ্রোহী ন্যাশনাল রেজিসট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের মুখপাত্র বলেছেন, শত্রুরা জাবুল-সরাজ থেকে শটুলে প্রবেশের একাধিক চেষ্টা করে এবং প্রতিবারই ব্যর্থ হয়। পানশিরের সব প্রবেশপথে আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।























