পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২ জন
- আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মুড়িগঙ্গা নদীতে ফ্লাই অ্যাশ (ছাই) বহনকারী একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। জাহাজটি পশ্চিমবঙ্গের বজবজ বন্দর থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। দুর্ঘটনাটি ঘটে সাগরদ্বীপ সংলগ্ন ঘোড়ামারা দ্বীপের কাছে, মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময়।
ঘটনার পরপরই নদীর আশপাশে থাকা ট্রলারগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। একই সঙ্গে বিষয়টি জানানো হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশকে। পুলিশ ও স্থানীয় নাবিকদের সহায়তায় ডুবে যাওয়া জাহাজ থেকে অক্ষত অবস্থায় ১২ জন বাংলাদেশি কর্মীকে উদ্ধার করা হয়।
স্থানীয় মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সতীনাথ পাত্র জানান, মুড়িগঙ্গা নদীর এই অংশটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হলেও নিরাপত্তা ও নজরদারির ঘাটতি রয়েছে। তার দাবি, এই নির্দিষ্ট এলাকাতেই বারবার বাংলাদেশের পণ্যবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়ছে। তিনি বলেন, এই রুটে চলাচলকারী জাহাজগুলোর কাগজপত্র ও কারিগরি সক্ষমতা নিয়মিতভাবে যাচাই করা প্রয়োজন।
সতীনাথ পাত্র আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্ঘটনার ফলে জাহাজ থেকে নদীতে ফ্লাই অ্যাশ ছড়িয়ে পড়লে তা মারাত্মক পরিবেশ দূষণের কারণ হতে পারে। একই ধরনের ঘটনা বারবার ঘটার পেছনে কী কারণ রয়েছে, তা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রশাসনের গুরুত্বসহকারে খতিয়ে দেখা উচিত।
ঘটনার খবর পেয়ে পুলিশ এবং জেলা সেচ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।



















