নেপাল থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে ঢাকা
- আপডেট সময় : ০৭:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২১০ বার পড়া হয়েছে
ভারতের পাওয়ার মার্কেট থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টিও সক্রিয় বিবেচনায়
ভয়েস ডিজিটাল ডেস্ক
নেপাল থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে ঢাকা। এ সংক্রান্ত কার্যক্রম প্রায় চূড়ান্ত । মঙ্গলবার বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নেপাল থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি কার্যক্রম প্রায় চূড়ান্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, নেপাল-ভুটান থেকে আরও জলবিদ্যুৎ আমদানি করবে ঢাকা। ভারতের পাওয়ার মার্কেট থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টিও সক্রিয় বিবেচনায়। এক্ষেত্রে বিশ্বব্যাংক, কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে পারে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৭ সদস্যের দলের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিশ্বব্যাংকের ৮ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার নেতৃত্ব দেন।
নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য উৎস থেকে আগামী দুই বছরের মধ্যে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এ উৎস থেকে আগামী পাঁচ থেকে ৬ বছরে আরও ৬০০০ মেগাওয়াট বিদ্যুৎ পাইপলাইনে রয়েছে। কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে ১০টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করায় প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ চলে গেছে কিন্তু ঐ পরিমাণ অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে আসছে না।




















