ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের যে কারণে  সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির

নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়নীতি ও নৈতিকতার আদর্শ অনুসরণ করে বাংলাদেশ পরিচালনা করা হবে, এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনায় থাকবে ন্যায়বিচার, সমতা ও মানবিকতা, ক্ষমতা বা ভয় নয়, মানুষের অধিকারই হবে মূল ভিত্তি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী।

তারেক রহমান বলেন, বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। যার মালিক আল্লাহ, সেটি দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। অথচ একটি দল মানুষের মালিক নয়, এমন বিষয়ে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, যা শিরকের শামিল।

 তিনি অভিযোগ করেন, নির্বাচন শুরুর আগেই একটি মহল মানুষকে প্রতারণা করছে, শিক্ষা ও ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্রের অপচেষ্টা চলছে। অতীতে যারা ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতোই এখন ব্যালট ডাকাতির ষড়যন্ত্র হচ্ছে। তবে দেশের জনগণ অতীতেও ষড়যন্ত্র প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গত ১৫ বছরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই লুটপাটের রাজনীতির অবসান ঘটানো হবে। অর্থনীতি পুনর্গঠন, কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন হবে সরকারের অগ্রাধিকার।

কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সারাদেশে খাল খননের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।

রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে তিনি বলেন, দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ ও জাতীয় স্বার্থ রক্ষাই হবে বিএনপির রাজনীতির মূলমন্ত্র।

সমাজভিত্তিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষিত নারী সমাজকে স্বনির্ভর করা হবে, লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। পাশাপাশি গ্রাম ও শহরের সব দুস্থ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যাতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়।

শেষে তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

আপডেট সময় : ০২:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়নীতি ও নৈতিকতার আদর্শ অনুসরণ করে বাংলাদেশ পরিচালনা করা হবে, এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনায় থাকবে ন্যায়বিচার, সমতা ও মানবিকতা, ক্ষমতা বা ভয় নয়, মানুষের অধিকারই হবে মূল ভিত্তি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী।

তারেক রহমান বলেন, বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। যার মালিক আল্লাহ, সেটি দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। অথচ একটি দল মানুষের মালিক নয়, এমন বিষয়ে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, যা শিরকের শামিল।

 তিনি অভিযোগ করেন, নির্বাচন শুরুর আগেই একটি মহল মানুষকে প্রতারণা করছে, শিক্ষা ও ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্রের অপচেষ্টা চলছে। অতীতে যারা ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতোই এখন ব্যালট ডাকাতির ষড়যন্ত্র হচ্ছে। তবে দেশের জনগণ অতীতেও ষড়যন্ত্র প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গত ১৫ বছরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই লুটপাটের রাজনীতির অবসান ঘটানো হবে। অর্থনীতি পুনর্গঠন, কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন হবে সরকারের অগ্রাধিকার।

কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সারাদেশে খাল খননের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।

রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে তিনি বলেন, দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ ও জাতীয় স্বার্থ রক্ষাই হবে বিএনপির রাজনীতির মূলমন্ত্র।

সমাজভিত্তিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষিত নারী সমাজকে স্বনির্ভর করা হবে, লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। পাশাপাশি গ্রাম ও শহরের সব দুস্থ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যাতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়।

শেষে তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।