নির্বাচনি মাঠে থাকছে আইনশৃঙ্খলা বানিহীর সাড়ে ৭ লাখ সদস্য
- আপডেট সময় : ০৭:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ২৮৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশে ভোটের মাঠে আইনশৃঙ্খলা শান্তিশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বানিহীর সাড়ে ৭ লাখ সদস্য মোয়েন করা হবে। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ
জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের ৭ দিন আগেই শুক্রবার ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে। স্থানীয় বেসামরিক
প্রশাসনকে সহায়তা করতে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও
স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
অন্যদিকে ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনীকে মাঠে রাখা হবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ
জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার মিলিয়ে মাঠে থাকবে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা
বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রক্ষায় ৬ লাখ ৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল। এরই মধ্যে নির্বাচনকালীন
আইনশৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন ঘিরে চিহ্নিত সন্ত্রাসী ও সুর্নিদিষ্ট অভিযোগ থাকা
ব্যক্তিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। নির্বাচনী সহিংসতা ঠেকাতে চট্টগ্রাম, কক্সবাজার, টাঙাইলসহ বিভিন্ন জেলায় অস্ত্র উদ্ধারে মাঠে
নেমেছে র্যাব। চিহ্নিত সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত চালানো হবে বিশেষ
অভিযান। প্রার্থী, ভোটার, প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে নিরাপত্তা দিতে মাঠে থাকবে পৌনে ২ লাখ পুলিশ সদস্য। নির্বাচন ও পরবর্তীতে
স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে র্যাব। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটারের সংখ্যক ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এমধ্যে নতুন প্রথম ভোটার
১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।




















