দেড় শতাংশে নিচে নামলো শনাক্তের হার
- আপডেট সময় : ১০:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে
ছবি সংগৃত
দেড় শতাংশের নিচে নামলো করোনা শনাক্তের হার। একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। এতে দৈনিক শনাক্তের হার ফের দেড় শতাংশের নিচে নামলো।
রবিবার স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়। নতুন শনাক্ত ২৭৫ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তর সংখ্যা ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জন। মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৬ জন। এদের নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ৪৯ শতাংশ। শনিবার
শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৫ শতাংশ। শুক্রবার শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৮৮
শতাংশ। অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৪৮৫টি। করোনা শনাক্ত ও মৃত দুটোই ঢাকায় সবচেয়ে বেশি। বহু জেলা রয়েছে যেখানে কোন করোনায় আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।




















