দেশপ্রেমের নামে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে তারা: চরমোনাই পীর
- আপডেট সময় : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) অভিযোগ করে বলেছেন, দেশকে ভালোবাসার কথা বলে একটি রাজনৈতিক গোষ্ঠী গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে। তিনি বলেন, আমরা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি। আর তারা দেশপ্রেমের নামে পর্দার আড়ালে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর একটি ক্ষমতালোভী গোষ্ঠী এককভাবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। ইসলামী আন্দোলন সরল বিশ্বাসে ঐক্যের পথে চললেও, তারা পরিকল্পিতভাবে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে ষড়যন্ত্র করেছে, তারা আদৌ শরিয়া আইনে দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ভাষায়, ইসলামপ্রিয় জনগণ এসব গোষ্ঠীকে প্রত্যাখ্যান করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে।
নির্বাচনী কৌশল প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির বলেন, যেসব ইসলামী দল আগে জোটে ছিল, তাদের অনেক গুরুত্বপূর্ণ নেতার আসনে প্রার্থী দেওয়া হয়নি। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের আটকে রেখে আমাদের বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর একা নয়, বরং প্রকৃত ইসলামপন্থি শক্তিগুলো একত্রিত হয়েছে। অন্যদিকে ষড়যন্ত্রকারীরাই রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে।
সমাবেশে তিনি মুন্সীগঞ্জ–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণকে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের পাশে থাকার আহ্বান জানান।



















