ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতীয় হাই কমিশন উদ্যোগে লালনের মানবতাবাদী দর্শনে আলোকিত ‘লালন সন্ধ্যা’ তিন শর্ত না মানলে জুলাই সনদে সই নয়: এনসিপি ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করলো পাকিস্তান চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫: আইনের কঠোর প্রয়োগে ব্যাপক সাফল্য চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফে শিপিং ব্যয় বাড়ছে, চাপ পড়বে ভোক্তার ওপর ত্রিপুরায় খোয়াই জেলায়ে তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা হামাস শর্ত না মানলে গাজায় ফের অভিযান চালাবে ইসরায়েল : ট্রাম্প উচ্চ মাধ্যমিকের ফর প্রকাশ, পাসের হার এক দশকের মধ্যে সর্বনিম্ন স্মরণ : প্রবাল চৌধুরী সুরের ধ্রুবতারা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা

দেবের ব্যক্তিগত তথ্য ফাঁস হতেই তোলপাড়!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

দেবের ব্যক্তিগত তথ্য ফাঁস হতেই তোলপাড়!

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রচার শেষ। শাসকদলের অন্যতম প্রার্থী দেব অধিকারী এক দিকে, দলমতনির্বিশেষে সমস্ত প্রার্থীকে ১ জুন ভাগ্যপরীক্ষার শুভেচ্ছা জানিয়েছেন। অন্য দিকে, তাকে শুভেচ্ছা জানিয়েছে গুগ্‌ল! নির্বাচনের আগে প্রযোজক-নায়কের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস।

তিন বছর আগে তার নাকি বিয়ে হয়ে গিয়েছে! এখানেই শেষ নয়। তার নাকি তিন বছরের এক সন্তানও আছে। খবর প্রকাশ্যে আসতেই ‘হায় হায়’ করে উঠেছেন তাঁর অগুন্তি অনুরাগিণী। খবর জেনে নড়ে বসেছে টলিউডও। কী বলছেন স্বয়ং দেব? খবর, তিনিও হতভম্ব।

প্রকৃত ঘটনা কী? ১ জুন সপ্তম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা উত্তর এবং দক্ষিণ, যাদবপুর, বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর (এসসি), মথুরাপুর (এসসি), ডায়মন্ড হারবারে। ৩০ মে নির্বাচনী প্রচারের শেষ দিন। নির্দিষ্ট সময়সীমা পেরোতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সমস্ত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গত তিন মাস ধরে সমস্ত দলের কর্মী নিজের দলের হয়ে প্রচার করেছেন। জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।

বার্তায় তাঁদের পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন তিনি। দেবের প্রার্থনা, যে দলই জিতুক, দেশ যেন এগিয়ে যায়। সব সময়েই দলমতনির্বিশেষে সবাইকে সম্মান জানিয়ে বরাবর তিনি ব্যতিক্রমী। ব্যক্তিজীবনেও যে তিনি এত বড় ব্যতিক্রমী হবেন, কে জানত?

রাজনীতির পাশাপাশি দেব তার অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়েও সমান চর্চায়। বেশি চর্চা, তার আর রুক্মিণীর প্রেম নিয়ে। এর আরও একটি কারণ, তাঁরা জুটিতে পর পর অনেক ছবি করেছেন। আর কখনও পারস্পরিক ‘সম্পর্ক’ অস্বীকার করেননি। ফলে গুগ্‌লে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেব-রুক্মিণীর রসায়ন নিয়ে। সেখানেই চর্চিত প্রশ্ন, দেবের স্ত্রী কে? উত্তর, ‘দেব এক জন অভিনেতা। তিনি কবীর, মাউন্টেন অফ দ্য মুন, সাঁঝবাতির জন্য পরিচিত।’

তার পরেই টুইস্ট, তিনি ৬ মে, ২০২১ থেকে রুক্মিণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ! তাঁদের একটি সন্তানও রয়েছে! সেই পোস্ট নায়কের ফ্যান ক্লাব থেকে পোস্ট হতেই ভাইরাল! বিবরণীতে লেখা, ‘‘গুগ্‌ল না থাকলে জানতেই পারতাম না!’’ বিস্ময় কাটতেই জবাব দিয়েছেন দেবও। তিনিও কি কম রসিক? মাত্র একটি শব্দ ‘আমিও’ খরচ করে দুধ আর জল আলাদা করে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবের ব্যক্তিগত তথ্য ফাঁস হতেই তোলপাড়!

আপডেট সময় : ১২:৪০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪

 

চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রচার শেষ। শাসকদলের অন্যতম প্রার্থী দেব অধিকারী এক দিকে, দলমতনির্বিশেষে সমস্ত প্রার্থীকে ১ জুন ভাগ্যপরীক্ষার শুভেচ্ছা জানিয়েছেন। অন্য দিকে, তাকে শুভেচ্ছা জানিয়েছে গুগ্‌ল! নির্বাচনের আগে প্রযোজক-নায়কের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস।

তিন বছর আগে তার নাকি বিয়ে হয়ে গিয়েছে! এখানেই শেষ নয়। তার নাকি তিন বছরের এক সন্তানও আছে। খবর প্রকাশ্যে আসতেই ‘হায় হায়’ করে উঠেছেন তাঁর অগুন্তি অনুরাগিণী। খবর জেনে নড়ে বসেছে টলিউডও। কী বলছেন স্বয়ং দেব? খবর, তিনিও হতভম্ব।

প্রকৃত ঘটনা কী? ১ জুন সপ্তম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা উত্তর এবং দক্ষিণ, যাদবপুর, বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর (এসসি), মথুরাপুর (এসসি), ডায়মন্ড হারবারে। ৩০ মে নির্বাচনী প্রচারের শেষ দিন। নির্দিষ্ট সময়সীমা পেরোতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সমস্ত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গত তিন মাস ধরে সমস্ত দলের কর্মী নিজের দলের হয়ে প্রচার করেছেন। জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।

বার্তায় তাঁদের পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন তিনি। দেবের প্রার্থনা, যে দলই জিতুক, দেশ যেন এগিয়ে যায়। সব সময়েই দলমতনির্বিশেষে সবাইকে সম্মান জানিয়ে বরাবর তিনি ব্যতিক্রমী। ব্যক্তিজীবনেও যে তিনি এত বড় ব্যতিক্রমী হবেন, কে জানত?

রাজনীতির পাশাপাশি দেব তার অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়েও সমান চর্চায়। বেশি চর্চা, তার আর রুক্মিণীর প্রেম নিয়ে। এর আরও একটি কারণ, তাঁরা জুটিতে পর পর অনেক ছবি করেছেন। আর কখনও পারস্পরিক ‘সম্পর্ক’ অস্বীকার করেননি। ফলে গুগ্‌লে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেব-রুক্মিণীর রসায়ন নিয়ে। সেখানেই চর্চিত প্রশ্ন, দেবের স্ত্রী কে? উত্তর, ‘দেব এক জন অভিনেতা। তিনি কবীর, মাউন্টেন অফ দ্য মুন, সাঁঝবাতির জন্য পরিচিত।’

তার পরেই টুইস্ট, তিনি ৬ মে, ২০২১ থেকে রুক্মিণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ! তাঁদের একটি সন্তানও রয়েছে! সেই পোস্ট নায়কের ফ্যান ক্লাব থেকে পোস্ট হতেই ভাইরাল! বিবরণীতে লেখা, ‘‘গুগ্‌ল না থাকলে জানতেই পারতাম না!’’ বিস্ময় কাটতেই জবাব দিয়েছেন দেবও। তিনিও কি কম রসিক? মাত্র একটি শব্দ ‘আমিও’ খরচ করে দুধ আর জল আলাদা করে দিয়েছেন।