দুর্গোৎসবে ইলিশ রপ্তানি ভারতে
- আপডেট সময় : ০৯:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
উৎসবে সৌহার্দ্য’র হাত বাড়ানো। ফি বারের ন্যায় এবারের দুর্গোৎসবে ভারতে পাঁচ হাজার ইলিশ রপ্তানির কথা জানালেন, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রকের মন্ত্রী টিপু মুনশি। পুজা সামনে রেখে ভারতের ব্যবসায়ীরা দুর্গাপুজায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির আবেদন করেছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দুর্গাপূজায় ভারতে সর্বোচ্চ পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি হতে পারে।
এদিকে গত মৌসুমে প্রায় আড়াই হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার। কিন্তু চড়া দাম এবং মাছের যোগান না থাকায় নির্ধারিত ইলিশ রপ্তানি সম্ভব হয়নি। এবারে ইলিশের ভর মৌসুম বাংলাদেশে ইলিশের দাম চড়া। তারপরেও ইলিশ রফতানির করা হবে। যারা রপ্তানির অনুমতি পাবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, নিয়মিত রপ্তানির তালিকায় ইলিশ পড়ে না। শুধু দুর্গাপূজায় যেসব বাঙালি ইলিশ খায় তাদের জন্য উৎসবকে সামনে রেখে শুভেচ্ছাস্বরূপ ইলিশ দেয়া হয়। যেমন আমের সময় আম পাঠানো হয়। সারা বছর কিন্তু আমরা এক ছটাকও ইলিশ রপ্তানি করিনি না।
অন্যান্য বছরের ন্যায় এবারের দুর্গোৎসবেও ভারতে ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। আগামী ১৫ দিন কিংবা এক মাসের জন্য টোকেনস্বরূপ কিছু ইলিশ রপ্তানি করা হবে। বৃহস্পতিবার এ তথ্য জানান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চলতি বছরে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে ৬০টির অধিক প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রকে আবেদন করেছে।
গত বছর ৫০ প্রতিষ্ঠানের প্রতিটি ৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি পায়। কিন্ত মাছেন যোগান কম ও দাম বাড়তির কারণে পুরোপুরি রপ্তানি করা সম্ভব হয়নি। এবছরেও প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে।




















