ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সারা দেশে মনোনয়নপত্র উত্তোলন ২,৭৮০টি, দাখিল ৩১টি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সারা দেশে মনোনয়নপত্র উত্তোলন ২,৭৮০টি, দাখিল ৩১টি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের তৎপরতা বাড়লেও দাখিলের হার এখনো তুলনামূলকভাবে কম। নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির হালনাগাদ তথ্য অনুযায়ী, রোববার বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে মোট ২ হাজার ৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, তবে দাখিল করা হয়েছে মাত্র ৩১টি।

ইসি সূত্র জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সুযোগ থাকছে, যা শেষ হবে সোমবার। সাধারণত শেষ দিনে অধিকাংশ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন—এবারও সেই প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সমন্বয় কমিটি।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৫০১টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। এ ছাড়া কুমিল্লা অঞ্চল থেকে ৪০৫টি, ময়মনসিংহ থেকে ৩৩৯টি, খুলনা থেকে ৩০২টি, রংপুর থেকে ২৮৩টি, রাজশাহী থেকে ২৬৯টি, চট্টগ্রাম থেকে ২৪০টি, বরিশাল থেকে ১৬১টি, ফরিদপুর থেকে ১৪৫টি এবং সিলেট অঞ্চল থেকে ১২৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ফরিদপুর অঞ্চল—এখানে ৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে ৭টি করে, রংপুরে ৩টি, ঢাকা ও চট্টগ্রামে ২টি করে এবং খুলনা ও সিলেট অঞ্চলে ১টি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে এখনো কোনো মনোনয়নপত্র দাখিল হয়নি।

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী বা তাঁর প্রস্তাবক-সমর্থকসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন। এ সময় কোনো ধরনের মিছিল, শোডাউন বা ভিড় করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই, আপিল ও নিষ্পত্তি শেষে প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং পরদিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সারা দেশে মনোনয়নপত্র উত্তোলন ২,৭৮০টি, দাখিল ৩১টি

আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের তৎপরতা বাড়লেও দাখিলের হার এখনো তুলনামূলকভাবে কম। নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির হালনাগাদ তথ্য অনুযায়ী, রোববার বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে মোট ২ হাজার ৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, তবে দাখিল করা হয়েছে মাত্র ৩১টি।

ইসি সূত্র জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সুযোগ থাকছে, যা শেষ হবে সোমবার। সাধারণত শেষ দিনে অধিকাংশ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন—এবারও সেই প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সমন্বয় কমিটি।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৫০১টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। এ ছাড়া কুমিল্লা অঞ্চল থেকে ৪০৫টি, ময়মনসিংহ থেকে ৩৩৯টি, খুলনা থেকে ৩০২টি, রংপুর থেকে ২৮৩টি, রাজশাহী থেকে ২৬৯টি, চট্টগ্রাম থেকে ২৪০টি, বরিশাল থেকে ১৬১টি, ফরিদপুর থেকে ১৪৫টি এবং সিলেট অঞ্চল থেকে ১২৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ফরিদপুর অঞ্চল—এখানে ৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে ৭টি করে, রংপুরে ৩টি, ঢাকা ও চট্টগ্রামে ২টি করে এবং খুলনা ও সিলেট অঞ্চলে ১টি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে এখনো কোনো মনোনয়নপত্র দাখিল হয়নি।

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী বা তাঁর প্রস্তাবক-সমর্থকসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন। এ সময় কোনো ধরনের মিছিল, শোডাউন বা ভিড় করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই, আপিল ও নিষ্পত্তি শেষে প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং পরদিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।