সংবাদ শিরোনাম ::
তিন দিনের সফরে ইতালি যাচ্ছেন শেখ হাসিনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে রবিবার ইটালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিদেশমন্ত্র ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। ষেখ হাসিনার ইতালি সফর নিয়ে ড. মোমেন বলেন, আগামী ২৪ থেকে ২৬ জুলাই প্রধানমন্ত্রী ইতালি সফর করবেন। তিনি রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটে বক্তব্য রাখবেন।
খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল ফুড সিস্টেম সামিটে যোগ দিতে ২৩ জুলাই রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ২৬ জুলাই রোম থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।




















