ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘ-হাতি শিকারে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ, সম্প্রীতির বাংলাদেশই লক্ষ্য: প্রেস সচিব ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিংয়ে টেকসই উন্নয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের সূচনা মাদুরোর নজির টেনে কাদিরভের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জেলেনস্কির এবার পাতানো নির্বাচন হবে না: কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনের মোদিকে শায়েস্তা করতে ট্রাম্পের কড়া পদক্ষেপ? ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ৭ লাখ ২৮ হাজার প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি এলপিজি ঘিরে নীরব অর্থনৈতিক সন্ত্রাসে জিম্মি ভোক্তা, কঠোর পদক্ষেপের দাবি ইসমত শিল্পীর কবিতা ‘অশ্রুবাষ্প’ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতিতে বাংলাদেশ: সর্বোচ্চ গুণতে সাড়ে ১৮ লাখ টাকা

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণলয়ে তলব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণলয়ে তলব

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্ভূত উদ্বেগের প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ হাইকমিশন ও উপ–হাইকমিশনগুলোর নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের সহযোগিতা কামনা করা হয়।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে মিশনগুলোর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা স্পষ্টভাবে ভারতের হাইকমিশনারকে অবহিত করা হয়।

এ নিয়ে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন প্রেক্ষাপটে প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে অন্তত ছয়বার তলব করা হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর ভারতের হাইকমিশনারকে তলব করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে সহযোগিতা চাওয়া হয়।

পাশাপাশি, তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্য নিয়েও বাংলাদেশের উদ্বেগ ভারতের পক্ষকে জানানো হয়।

এর পরদিন, ১৭ ডিসেম্বর, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়।

ঢাকায় ও নয়াদিল্লিতে হাইকমিশনারদের এই পাল্টাপাল্টি তলবের ঘটনাকে দ্বিপক্ষীয় সম্পর্কে বাড়তি চাপ সৃষ্টির ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

উল্লেখ্য, গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আজ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাইয়ে বাংলাদেশ উপ–হাইকমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

এমন প্রেক্ষাপটে ঢাকা–দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে এক সংবেদনশীল ও চ্যালেঞ্জপূর্ণ পর্যায়ের মুখোমুখি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণলয়ে তলব

আপডেট সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্ভূত উদ্বেগের প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ হাইকমিশন ও উপ–হাইকমিশনগুলোর নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের সহযোগিতা কামনা করা হয়।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে মিশনগুলোর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা স্পষ্টভাবে ভারতের হাইকমিশনারকে অবহিত করা হয়।

এ নিয়ে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন প্রেক্ষাপটে প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে অন্তত ছয়বার তলব করা হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর ভারতের হাইকমিশনারকে তলব করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে সহযোগিতা চাওয়া হয়।

পাশাপাশি, তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্য নিয়েও বাংলাদেশের উদ্বেগ ভারতের পক্ষকে জানানো হয়।

এর পরদিন, ১৭ ডিসেম্বর, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়।

ঢাকায় ও নয়াদিল্লিতে হাইকমিশনারদের এই পাল্টাপাল্টি তলবের ঘটনাকে দ্বিপক্ষীয় সম্পর্কে বাড়তি চাপ সৃষ্টির ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

উল্লেখ্য, গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আজ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাইয়ে বাংলাদেশ উপ–হাইকমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

এমন প্রেক্ষাপটে ঢাকা–দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে এক সংবেদনশীল ও চ্যালেঞ্জপূর্ণ পর্যায়ের মুখোমুখি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।