টিকা উৎপাদনে এডিবির ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে
ডেঙ্গুসহ বিভিন্ন রোগের টিকা উৎপাদন করবে বাংলাদেশ, টিকা উৎপাদনে তত্ত্বীয় দিকনির্দেশনা
দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অর্থ দেবে এডিবি আর তৈরি করবে বাংলাদেশ
ভয়েস ডিজিটাল ডেস্ক
ডেঙ্গুসহ বিভিন্ন রোগের টিকা উৎপাদন করবে বাংলাদেশ। এই সহায়তায় বাংলাদেশকে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দিতে আগ্রহী
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠককালে
এ তথ্য জানান। পরিকল্পনা
মন্ত্রণালয় জানান, ঋণের অর্ধেক টাকা সাধারণ ঋণ
এবং বাকি অর্ধক টাকার সুদ হবে বাজারদরের চেয়ে কিছুটা কম।
এডিমন গিন্টিং বলছেন, মূলত টিকা প্রকল্প নিয়ে আলোচনা করতে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। বর্তমানে বাংলাদেশ
গাভি কার্যক্রম থেকে টিকা পাচ্ছে। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পর এই সুযোগ আর থাকছে না। তার মতে বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। এ কারণেই বাংলাদেশকে সহযোগিতা করছে এডিবি। সেই সঙ্গে এডিবির সহায়তায় বাংলাদেশ ভবিষ্যতে টিকা
রপ্তানি করতে পারবে বলেও মত গিন্টিংয়ের।
ঋণ চুক্তি স্বাক্ষরের বিষয়ে কাজ চলছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চুক্তি না হলে নমনীয় সুদের সুযোগটি আর থাকছে না। এর আগে অতি গুরুত্বপূর্ণ যেসব প্রকল্প অনুমোদন করা হয়েছে, টিকার চুক্তি সেহেতু বিশেষভাবে অনুমোদন করানো যেতে পারে।
এডিমন গিন্টিং বলছেন, ২০২২ সালে এডিবি বাংলাদেশের জন্য প্রায় ৩৫০ কোটি ডলার ছাড় করিয়েছে। ২০২৩ সালে পরবর্তী সময়েও এই বহুপক্ষীয়
সংস্থা বাংলাদেশকে বছরে প্রায় ৩০০ কোটি ডলার সহায়তা দেবে।




















