জাতীয় নির্বাচন ঘিরে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ
- আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা–২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, সংবেদনশীল কাগজপত্র, নির্বাচনি মালামাল ও বিভিন্ন যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। নির্বাচনকালীন সময়ে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব দপ্তরে সংরক্ষিত নথি ও মালামালের সুরক্ষা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে নির্বাচন কমিশন মনে করে।
এ প্রেক্ষিতে, সারাদেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোর নিরাপত্তা বিধানে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এতে নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে পরিচালনার পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















