ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে ভোগান্তি
- আপডেট সময় : ১১:১৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
‘বৃষ্টি থেমে গিয়ে আকাশ পরিষ্কার হলেই তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়বে চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে’
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে নিম্নচাপ পরিণত হয়েছে। সোমবার মধ্যরাতে
এটি ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ
অঞ্চলজুড়ে বৃষ্টি শুরু হচ্ছে। রবিবার থেকে এখানে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। সোমবার
সকালের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যায়। যানবাহন সংকট আর রাস্তায় জল জমে যাওয়ায়
চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। আগারগাঁও আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের
বেশির ভাগ এলাকাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার দেশের বেশির ভাগ
এলাকার আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এসময় তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি
বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের
মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে। যা দমকা ও ঝোড়ো হাওয়া
বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর ঘিরে রয়েছে
দূরবর্তী সতর্কসংকেত। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাকে উপকূলে নিরাপদ স্থানে
অবস্থান করতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গভীর
নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের উপকূলে বিপদ একটু কমেছে। তবে এর প্রভাবে সোমবার
দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। ফসল রক্ষায় স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে
বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি
নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলের দিকে আসার আশঙ্কা কম।




















