গোপন স্থানে লুকিয়ে সোনা পাচার, আটক নারী কেবিন ক্রু
- আপডেট সময় : ১২:১৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে
গোপন স্থানে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করেছিলেন এক নারী কেবিন ক্রু। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে আটত হলেন তিনি।
ভারতের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো নারী ক্রু গোপনস্থান থেকে সোনা উদ্ধার হলো। রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের এমনটিই দাবি।
ওমানের রাজধানী মাসকাট থেকে একটি উড়ান এসে অবতরণ করে কেরালার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে। সতর্ক ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) আধিকারীকরা। সন্দেহভাজন কেবিন ক্রুর শরীর তল্লাশী করে গোপন স্থানে লুকিয়ে আনা সোনা পায় রাজস্ব গোয়েন্দারা।
সুরভী খাতুন নামের এই কেবিন ক্রু কলকাতার বাসিন্দা। ঘটনা গত ২৮ মে। রাজস্ব গোয়েন্দা সূত্রের খবর, তল্লাশিতে তার পায়ুপথে ৯৬০ গ্রাম সোনা মেলে।
জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত সোনা পাচারকারী নারী কেবিন ক্রুর ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে কান্নুরের নারী কারাগারে রাখা হয়েছে।
এই কেবিন ক্রুয়ের বিরুদ্ধে বিষদ তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি এর আগেও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
চোরাচালানের সঙ্গে কেরালার একটি গ্যাং জড়িত। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। সূত্র: এনডিটিভি




















