গেমপ্লিফাই পুরস্কার পেলো ১২০জন ক্রীড়াপ্রেমীকে
- আপডেট সময় : ০৯:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৬৪৯ বার পড়া হয়েছে
এখানে রয়েছে, আপনার মন সতেজ করার মতো নানা ধরণের খেলা। যা কিনা আপনার মানুষিক সকল চাপ নিমিষে উবে যাবে। আমরা বর্তমান যান্ত্রিক সময়েতো এমনটিই চাই। তাই ‘গেমপ্লিফাই’ জগতে একীভূত হওয়া
টেকনোলজি ও গ্লোবালাইজেশনের ভয়াল থাবায় খেলাধুলা মুখ ফিরিয়ে নিচ্ছি, জীবনটাকে প্রতিনিয়ত স্ক্রিনের স্ক্রলিংয়ের মধ্যে সীমাবদ্ধ করে সেই সময়ে দাঁড়িয়ে টেকনোলজি কেন্দ্রিক বা টেকনোলজি দিয়ে খেলাধুলার প্রতি সবার সুপ্ত ভালোবাসাকে জাগিয়ে তোলার একটা নিবিড় প্ল্যাটফর্মের নাম গেমপ্লিফাই
আমিনুল হক, ঢাকা
বড় আকারের হল রুম কানায় কানায় ভর্তি। উপস্থিত সকলেই তরুণ-তরুণী। তাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। বেশ কয়েকজন কিশোর রয়েছে। সব মিলিয়ে একটি পরিচ্ছন্ন আয়োজন। অনুষ্ঠান চলাকালীন উন্নতমানের স্যান্ডউইচ, মিষ্টি, জলের বোতল, টিস্যু ইত্যাদি হাতে হাতে পৌছে দেওয়ার মধ্য দিয়ে একটি আন্তর্জাতিক মানের আয়োজনের কথা স্মরণ করিয়ে দেয়।

মাহফুজুর রহমান
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (MD) মাহফুজুর রহমান পেশায় শিক্ষক। তার প্রাণোচ্ছ্বল বক্তব্য উপস্থিত সবাইকে মুগ্ধ করে। স্মার্ট ফোনের ব্যবহার দিয়ে তার বক্তব্যের সূচনা করেন। বলেন, আমরা কেমন জানিয়ে স্মার্ট ফোন স্কিনে আবদ্ধ হয়ে যাচ্ছি। আট থেকে আশি বয়সের সকলেই সঙ্গী স্মাট স্কিন।
আমাদের এই আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। আর তার জন্যই প্রয়োজন ‘গেমপ্লিফাই’। এখানে রয়েছে, আপনার মন সতেজ করার মতো নানা ধরণের খেলা। যা কিনা আপনার মানুষিক সকল চাপ নিমিষে উবে যাবে। আমরা বর্তমান যান্ত্রিক সময়েতো এমনটিই চাই। তাই ‘গেমপ্লিফাই’ জগতে একীভূত হওয়া।
মাহফুজুর রহমান বলেন, এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান গেমপ্লিফাই স্পোর্টস সাইট। খেলাধুলার প্রতি মানুষের নিবিড় ভালোবাসা ও আগ্রহ তৈরি করতে গেমপ্লিফাই আপনাদের স্পোর্টসমেনশিপকে জাগিয়ে ক্রীড়াপ্রেমীদের সামাজিক মাধ্যম সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে। সে কারণে গেমপ্লিফাই দেশ-বিদেশের বড় আসরের টুর্ণেমেন্ট নিয়ে নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে।

মাহফুজুর রহমান বলেন, ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিক মাধ্যম/প্ল্যাটফর্ম হিসাবে কাজ করা আমাদের প্রধান উদ্দেশ্য। ফলে খেলাধুলার মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করা এবং পরিবর্তন করা যাবে বলে আমি আশাবাদী।
দেশে প্রথমবারের মতো ‘এক্সওয়াইজেড’ ক্লাউড বাংলাদেশ লিমিটেডের গেমপ্লিফাই কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে।
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ অনুষ্ঠানে গেমপ্লিফাই সাইটে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চূড়ান্তভাবে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা ১২০ জনের মধ্যে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রোডাক্ট ম্যানেজার ওমর ফারুক খান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান আদনান, পুরস্কার বিজয়ী এবং গেমপ্লিফাই পরিচালনা পর্ষদের আধিকারীকরা।
প্রোডাক্ট ম্যানেজার ওমর ফারুক খান বলেন, যখন আমরা টেকনোলজি ও গ্লোবালাইজেশনের ভয়াল থাবায় খেলাধুলা মুখ ফিরিয়ে নিচ্ছি, জীবনটাকে প্রতিনিয়ত স্ক্রিনের স্ক্রলিংয়ের মধ্যে সীমাবদ্ধ করে সেই সময়ে দাঁড়িয়ে টেকনোলজি কেন্দ্রিক বা টেকনোলজি দিয়ে খেলাধুলার প্রতি সবার সুপ্ত ভালোবাসাকে জাগিয়ে তোলার একটা নিবিড় প্ল্যাটফর্মের নাম গেমপ্লিফাই।

এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক আধিকারীক আব্দুর রহমান আদনান বলেন, গেমপ্লিফাই সৃষ্টি খেলাধুলার প্রতি নিবিড় ভালোবাসা থেকে। গেমপ্লিফাই এর উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্পোর্টসমেনশিপকে জাগিয়ে ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিক মাধ্যম সৃষ্টি করা। ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিক মাধ্যম/প্ল্যাটফর্ম হিসাবে কাজ করা, যেখানে খেলাধুলার মাধমে জীবনকে অনুপ্রাণিত করা এবং পরিবর্তন করা যাবে।
অনুষ্ঠানের শেষে গেমপ্লিফাই কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী ১২০ জনকে পুরস্কার হাতে তুলে দেয় এক্সওয়াইজেট কর্তৃপক্ষ। প্রথম পুরস্কার একটি আইফোন ১৪ এক্স প্রো, ৫টি এন্ড্রোয়েড ফোন, ৫টি মাইক্রোওভেন, রিচার্জেবল ফ্যান, পাওয়ার ব্যাংক, পোর্টেবল ব্লুটুথ স্পিকার, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিসহ ১২০ পিস পুরস্কার তুলে দেওয়া হয়।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পরিবারের সদস্য এবং এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




















