খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে ড. ইউনূস
- আপডেট সময় : ০৮:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বুধবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অবস্থা অপরিবর্তিত থাকলেও তিনি চিকিৎসা গ্রহণ করছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিল সমস্যাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
উল্লেখ্য, গত সোমবার অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা করে। ওইদিন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় এবং পরে গেজেট প্রকাশ করা হয়। এর পরপরই এসএসএফ তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

















