ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ ২৬-এর ১২ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন পরীক্ষা বন্ধ রাখলে শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষা উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় বিজিবির মানবিক উদ্যোগ খালেদা জিয়াকে নিয়ে সরকারের  বিশেষ বৈঠকে যেসব সিদ্ধান্ত খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন: ডা. জাহিদ হোসেন সমুদ্র বিপর্যয় ঠেকাতে এখনই বাড়াতে হবে বৈশ্বিক সহযোগিতা:মৎস্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু, পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে বিতর্ক ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন: ডা. জাহিদ হোসেন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন: ডা. জাহিদ হোসেন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুজবে কান না দেওয়ার আহ্বান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে সোমবার দুপুরে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সেখান থেকেই তিনি দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। শুরু থেকেই দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বৃহৎ মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছে।

অধ্যাপক জাহিদ বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, ম্যাডাম সেই চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তিনি চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন। দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে তিনি সুস্থ হয়ে উঠবেন, আমরা এটাই আশা করি। তিনি সকলের প্রতি ধৈর্য ধরে চিকিৎসা প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সম্মিলিত এই মেডিকেল বোর্ডে যুক্ত রয়েছেন দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, এফএম সিদ্দিকী, নুরুদ্দিন আহমেদ, এ কিউ এম মহসিন, শামসুল আরেফিন, জিয়াউল হক, মাসুম কামাল, এ জেড এম সালেহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম এবং ডা. জাফর ইকবাল।

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে তাঁকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি রাখা আছে বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, রোগীর বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া এক ইঞ্চিও নড়াচড়া করা সম্ভব নয়। সঠিক সময়ে, মেডিকেল বোর্ড যদি মনে করে তিনি ট্রান্সফারেবল, তখনই তাঁকে বিদেশে নেওয়া হবে।

গুজব ছড়ানো বিষয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি, কোনো গুজবে কান দেবেন না এবং কাউকে গুজব ছড়ানোর সুযোগ দেবেন না। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সম্পর্কিত সঠিক তথ্য শুধু দল থেকেই জানানো হবে। অন্য কারো ব্রিফিং বা মন্তব্যে বিভ্রান্ত হবেন না।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক তদারকির বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, তারেক রহমান দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা এবং সরকারের দায়িত্বশীলরা হাসপাতাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছেন।

জাহিদ হোসেন আরও জানান, বন্ধুত্বপূর্ণ দেশের চিকিৎসা প্রতিষ্ঠান, সরকার এবং রাষ্ট্রপ্রধানরাও খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান, ভারত বিভিন্ন দেশ তাঁদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে আবেগঘন কণ্ঠে বলেন, দীর্ঘ ছয় বছর ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আজও আপনারা ধৈর্য ধরুন। দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের অবিরাম ভালোবাসার প্রতীক-আমরা সবাই মিলে তাঁর সুস্থতার জন্য দোয়া করি।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি সবাইকে দেশব্যাপী শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশবাসীর দোয়া, ভালোবাসা এবং আল্লাহর রহমতেই আমরা আশাবাদী-তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন: ডা. জাহিদ হোসেন

আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

গুজবে কান না দেওয়ার আহ্বান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে সোমবার দুপুরে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সেখান থেকেই তিনি দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। শুরু থেকেই দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বৃহৎ মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছে।

অধ্যাপক জাহিদ বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, ম্যাডাম সেই চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তিনি চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন। দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে তিনি সুস্থ হয়ে উঠবেন, আমরা এটাই আশা করি। তিনি সকলের প্রতি ধৈর্য ধরে চিকিৎসা প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সম্মিলিত এই মেডিকেল বোর্ডে যুক্ত রয়েছেন দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, এফএম সিদ্দিকী, নুরুদ্দিন আহমেদ, এ কিউ এম মহসিন, শামসুল আরেফিন, জিয়াউল হক, মাসুম কামাল, এ জেড এম সালেহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম এবং ডা. জাফর ইকবাল।

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে তাঁকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি রাখা আছে বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, রোগীর বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া এক ইঞ্চিও নড়াচড়া করা সম্ভব নয়। সঠিক সময়ে, মেডিকেল বোর্ড যদি মনে করে তিনি ট্রান্সফারেবল, তখনই তাঁকে বিদেশে নেওয়া হবে।

গুজব ছড়ানো বিষয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি, কোনো গুজবে কান দেবেন না এবং কাউকে গুজব ছড়ানোর সুযোগ দেবেন না। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সম্পর্কিত সঠিক তথ্য শুধু দল থেকেই জানানো হবে। অন্য কারো ব্রিফিং বা মন্তব্যে বিভ্রান্ত হবেন না।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক তদারকির বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, তারেক রহমান দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা এবং সরকারের দায়িত্বশীলরা হাসপাতাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছেন।

জাহিদ হোসেন আরও জানান, বন্ধুত্বপূর্ণ দেশের চিকিৎসা প্রতিষ্ঠান, সরকার এবং রাষ্ট্রপ্রধানরাও খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান, ভারত বিভিন্ন দেশ তাঁদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে আবেগঘন কণ্ঠে বলেন, দীর্ঘ ছয় বছর ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আজও আপনারা ধৈর্য ধরুন। দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের অবিরাম ভালোবাসার প্রতীক-আমরা সবাই মিলে তাঁর সুস্থতার জন্য দোয়া করি।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি সবাইকে দেশব্যাপী শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশবাসীর দোয়া, ভালোবাসা এবং আল্লাহর রহমতেই আমরা আশাবাদী-তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।