খালেদা জিয়াকে নিয়ে সরকারের বিশেষ বৈঠকে যেসব সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে তাঁর আশু রোগমুক্তি কামনা করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সরকারের বিবৃতিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সভায় বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশবাসীকেও তাঁর জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়।
সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে,
- হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা
- চিকিত্সার প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা গ্রহণ
- তাঁর নিরাপত্তা ও যাতায়াতের বিশেষ ব্যবস্থা
- রাষ্ট্রীয় মর্যাদার আলোকে তাঁকে ভিভিআইপি ঘোষণা
বিবৃতিতে জানানো হয়, এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্তগুলো সম্পর্কে খালেদা জিয়ার পরিবার ও রাজনৈতিক দল BNP অবগত আছে।
মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি ম্যাডাম গ্রহণ করতে পারছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
ডা. জাহিদ সবাইকে সংযম প্রদর্শন, গুজব না ছড়ানো, এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সঠিক তথ্য শুধু পরিবার ও দলের পক্ষ থেকেই দেয়া হবে। অন্য কারোর মন্তব্যে বিভ্রান্ত হবেন না।
তিনি আরও জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসার প্রতিটি ধাপ এগিয়ে নেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতিও রয়েছে।













