ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে ‘বিধর্মী সংসদ সদস্য থাকতে পারে না’ জামায়াতের জনসভা ঘিরে বিতর্ক তায়কোয়ানডো প্রতিযোগিতা সিনিয়রে আনসার, জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবর জিয়ারত করলেন তারেক রহমান অনিশ্চয়তায় অমর একুশে বইমেলা, পহেলা ফেব্রুয়ারিতে একদিনের প্রতীকী আয়োজন দেশপ্রেমের নামে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে তারা: চরমোনাই পীর ঢাকায় ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য: সড়কে  বিশৃঙ্খলা, দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় সেনা অভিযান, একাধিক সরঞ্জাম উদ্ধার পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২ জন অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে আহত কিশোরের মৃত্যু বাংলাদেশ ক্রিকেট ইস্যুতে মন্তব্যের পর ভারতে মুসলিম অভিনেতা কেআরকের গ্রেফতার, বিতর্ক তুঙ্গে

ক্ষতিগ্রস্ত হিন্দুদের পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক উদ্যোগ হাসিনা সরকারের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ২৩৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ  ছবি : সংগৃহীত

‘হাজার বছরের বিরাজমান  সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সম্বৃদ্ধ  বাংলাদেশ ’

ক্ষতিগ্রস্ত হিন্দুদের পুনর্বাসন, নিরাপত্তা, আস্থা নিশ্চিত ব্যাপক উদ্যোগ নিয়েছে হাসিনা সরকার। সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ২০ হাজার ৬১৯ জনকে অভিযুক্ত করে ১০২ টি মামলা হয়েছে। যার মধ্যে ৫৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার ও দলের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে নগদ সহায়তা, খাদ্য, কাপড়, অন্যান্য নিত্য পণ্য এবং গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে। 

পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত  জেলেপাড়া পরিদর্শন করেন স্পিকার  ড. শিরিন শারমিন চৌধুরী

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন  সহিংসতায় ক্ষতিগ্রস্তদের  ঘর তৈরি করে দেয়া হবে। গণভবনে তাঁর সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইতোমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। সংখ্যালঘু হিন্দু

সম্প্রদায়ের আত্মবিশ্বাস  বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তাদের

সহায়তা করছে। স্বরাষ্ট্র মন্ত্রক  সূত্রের খবর, ৩৭টি জেলা ও তিনটি মহানগরীতে মোট ১১৭ প্লাটুন আধা-সামরিক বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের মোতায়েন করা হয়েছে, পুলিশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) এবং সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী চব্বিশ ঘণ্টা টহল দিচ্ছে।

পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মাঝে যুবলীগের  কাপড় বিতরণ

অন্যদিকে, ক্ষমতাসীন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আওয়ামী লীগ তাদের দেশব্যাপী ইউনিটগুলোকে সতর্ক থাকতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোন

সাম্প্রদায়িক বিশৃঙ্খলা রোধ করতে সহায়তার নির্দেশ দিয়েছে। দলটি ইতোমধ্যেই জঘন্য সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ করেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে গত কয়েকদিনে বেশ কয়েকজন মন্ত্রী, আওয়ামী লীগের সিনিয়র নেতা, সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং কাউকে তা নস্যাৎ করতে দেওয়া হবে না।’ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সোশ্যাল এবং অনলাইন

মিডিয়াগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এরই মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপকসহ দুই ডজনেরও বেশী লোককে গ্রেফতার করা হয়েছে

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রক ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটিকর্পোরেশন সহ সকল জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে এবং নিজ নিজ এলাকায় শান্তি ও

সম্প্রীতি বজায় রাখতে যথাযথ ভূমিকা পালনের জন্য নির্দেশনা জারি করেছে এবং এ লক্ষ্যে মন্ত্রক রবিবার ভার্চুয়াল বৈঠক করবে। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম কুমিল্লার উৎস্যস্থল

পরিদর্শন করেছেন। এরই মধ্যে পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার কথা ইকবাল স্বাীকার করে।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা ছড়িয়ে পড়তে

দেখা যায়। ধর্ম মন্ত্রকের ভারপ্রাপ্ত সচিব মো. এ আওয়াল হাওলাদার বলেন, তারা বিগত কয়েকদিন ধরে প্রধান ধর্মগুলোর ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে শান্তি বজায় রাখার জন্য সচেতনতা সৃষ্টি

ও  লোকজনকে অনুপ্রাণিত করার নির্দেশনা দিচ্ছেন। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীর ক্ষতিগ্রস্তদের দেখতে যান এবং ৬১ পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, শিশু খাদ্য ও গবাদি পশুর খাবার বিতরণ  করেন

রংপুরের পীরগঞ্জের হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়ালো বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ

সেখানে হিন্দু সম্প্রদায়ের এক  যুবকের ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ারঅভিযোগের পর হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গ্রামে লোকজন হামলা চালায় এবং তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে

দেয়। ত্রাণ মন্ত্রকের সচিব মো. মোহসিন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের জন্য মানবিক  সহায়তার অংশ হিসেবে একশ’ বান্ডেল ঢেউ টিন, ঘরবাড়ি নির্মাণের  জন্য চার লাখ ৪৫ হাজার টাকা এবং এক হাজার দুইশ’ প্যাকেট খাদ্য বরাদ্দ করেছে।

রংপুর জেলা প্রশাসন রোববার রাতে ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারের মধ্যে নগদ ৯ লাখ টাকা এবং একশ’ বান্ডিল  ঢেউ টিন বিতরণ করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)  গৃহহীন মানুষকে আশ্রয় দিতে অনেক ক্যাম্প স্থাপন করেছে যাতে

তাদেরকে খোলা আকাশের নিচে রাত কাটাতে  না হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জের  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান

আইজিপি’র নির্দেশে পুলিশের আর্থিক সহায়তা প্রদান পীরগঞ্জে

মাহমুদ পীরগঞ্জ গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেখতে যান এবং সহিংসতা ও হামলার শিকার হওয়া প্রত্যেক হিন্দু  পরিবারের মাঝে ৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করেন। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হাসানুল হক ইনু  এবং হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপনসহ অন্যান্য সংসদ সদস্যরা

রংপুরের ক্ষতিগ্রস্তদের দেখতে যান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের পক্ষে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারকে নগদ টাকা, খাদ্য ও বস্ত্র দেয়া হয়। তিনি

বলেন, আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় টিম দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে খুব শিগগিরই সারা দেশ সফর করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্ষতিগ্রস্ত হিন্দুদের পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক উদ্যোগ হাসিনা সরকারের

আপডেট সময় : ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১

পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ  ছবি : সংগৃহীত

‘হাজার বছরের বিরাজমান  সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সম্বৃদ্ধ  বাংলাদেশ ’

ক্ষতিগ্রস্ত হিন্দুদের পুনর্বাসন, নিরাপত্তা, আস্থা নিশ্চিত ব্যাপক উদ্যোগ নিয়েছে হাসিনা সরকার। সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ২০ হাজার ৬১৯ জনকে অভিযুক্ত করে ১০২ টি মামলা হয়েছে। যার মধ্যে ৫৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার ও দলের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে নগদ সহায়তা, খাদ্য, কাপড়, অন্যান্য নিত্য পণ্য এবং গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে। 

পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত  জেলেপাড়া পরিদর্শন করেন স্পিকার  ড. শিরিন শারমিন চৌধুরী

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন  সহিংসতায় ক্ষতিগ্রস্তদের  ঘর তৈরি করে দেয়া হবে। গণভবনে তাঁর সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইতোমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। সংখ্যালঘু হিন্দু

সম্প্রদায়ের আত্মবিশ্বাস  বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তাদের

সহায়তা করছে। স্বরাষ্ট্র মন্ত্রক  সূত্রের খবর, ৩৭টি জেলা ও তিনটি মহানগরীতে মোট ১১৭ প্লাটুন আধা-সামরিক বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের মোতায়েন করা হয়েছে, পুলিশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) এবং সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী চব্বিশ ঘণ্টা টহল দিচ্ছে।

পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মাঝে যুবলীগের  কাপড় বিতরণ

অন্যদিকে, ক্ষমতাসীন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আওয়ামী লীগ তাদের দেশব্যাপী ইউনিটগুলোকে সতর্ক থাকতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোন

সাম্প্রদায়িক বিশৃঙ্খলা রোধ করতে সহায়তার নির্দেশ দিয়েছে। দলটি ইতোমধ্যেই জঘন্য সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ করেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে গত কয়েকদিনে বেশ কয়েকজন মন্ত্রী, আওয়ামী লীগের সিনিয়র নেতা, সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং কাউকে তা নস্যাৎ করতে দেওয়া হবে না।’ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সোশ্যাল এবং অনলাইন

মিডিয়াগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এরই মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপকসহ দুই ডজনেরও বেশী লোককে গ্রেফতার করা হয়েছে

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রক ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটিকর্পোরেশন সহ সকল জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে এবং নিজ নিজ এলাকায় শান্তি ও

সম্প্রীতি বজায় রাখতে যথাযথ ভূমিকা পালনের জন্য নির্দেশনা জারি করেছে এবং এ লক্ষ্যে মন্ত্রক রবিবার ভার্চুয়াল বৈঠক করবে। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম কুমিল্লার উৎস্যস্থল

পরিদর্শন করেছেন। এরই মধ্যে পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার কথা ইকবাল স্বাীকার করে।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা ছড়িয়ে পড়তে

দেখা যায়। ধর্ম মন্ত্রকের ভারপ্রাপ্ত সচিব মো. এ আওয়াল হাওলাদার বলেন, তারা বিগত কয়েকদিন ধরে প্রধান ধর্মগুলোর ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে শান্তি বজায় রাখার জন্য সচেতনতা সৃষ্টি

ও  লোকজনকে অনুপ্রাণিত করার নির্দেশনা দিচ্ছেন। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীর ক্ষতিগ্রস্তদের দেখতে যান এবং ৬১ পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, শিশু খাদ্য ও গবাদি পশুর খাবার বিতরণ  করেন

রংপুরের পীরগঞ্জের হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়ালো বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ

সেখানে হিন্দু সম্প্রদায়ের এক  যুবকের ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ারঅভিযোগের পর হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গ্রামে লোকজন হামলা চালায় এবং তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে

দেয়। ত্রাণ মন্ত্রকের সচিব মো. মোহসিন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের জন্য মানবিক  সহায়তার অংশ হিসেবে একশ’ বান্ডেল ঢেউ টিন, ঘরবাড়ি নির্মাণের  জন্য চার লাখ ৪৫ হাজার টাকা এবং এক হাজার দুইশ’ প্যাকেট খাদ্য বরাদ্দ করেছে।

রংপুর জেলা প্রশাসন রোববার রাতে ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারের মধ্যে নগদ ৯ লাখ টাকা এবং একশ’ বান্ডিল  ঢেউ টিন বিতরণ করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)  গৃহহীন মানুষকে আশ্রয় দিতে অনেক ক্যাম্প স্থাপন করেছে যাতে

তাদেরকে খোলা আকাশের নিচে রাত কাটাতে  না হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জের  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান

আইজিপি’র নির্দেশে পুলিশের আর্থিক সহায়তা প্রদান পীরগঞ্জে

মাহমুদ পীরগঞ্জ গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেখতে যান এবং সহিংসতা ও হামলার শিকার হওয়া প্রত্যেক হিন্দু  পরিবারের মাঝে ৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করেন। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হাসানুল হক ইনু  এবং হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপনসহ অন্যান্য সংসদ সদস্যরা

রংপুরের ক্ষতিগ্রস্তদের দেখতে যান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের পক্ষে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারকে নগদ টাকা, খাদ্য ও বস্ত্র দেয়া হয়। তিনি

বলেন, আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় টিম দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে খুব শিগগিরই সারা দেশ সফর করবেন।