সংবাদ শিরোনাম ::
কোভ্যাক্সের আওতায় মিলছে আরও ২৫ লাখ টিকা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ ২৪২ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োএনটেকের ২৫ লাখ ডোজ টিকা পৌঁছাবে সোমবার। টিকাবাহী উড়োজাহাজটি রাত সোয়া ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর রবিবার এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য খাতের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা পায় ঢাকা।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, কোভ্যাক্স সুবিধার আওতায় আসা ও কেনা ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।