কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পালের গড়া বঙ্গবন্ধুর মূর্তি থাকবে বাংলাদেশ হাইকমিশনে
- আপডেট সময় : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৩১২ বার পড়া হয়েছে
‘পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পালের গড়া বঙ্গবন্ধুর মূর্তি রাখা হবে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির আদলেই তৈরি হচ্ছে ব্রোঞ্জ মূর্তি। আর এটি গড়লেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পাল। নদিয়া জেলার এই মৃৎশিল্পীর হাতে গড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি রাখা হবে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে।
এর আগেও নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন সুবীর। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই মৃৎশিল্পীর কাছে মাস তিনেক আগে বাংলাদেশ হাই কমিশনের তরফে বঙ্গবন্ধুর মূর্তি গড়ার কাজটি দেওয়া হয়। তারপর থেকেই কাজে হাত লাগান সুবীর। এমনটিই জানালো আনন্দবাজার।
টানা তিনমাস কাজ করার পর প্রায় বাংলাদেশের হাইকমিশনের কলকাতার প্রতিনিধিরা মূর্তিটিকে দেখতে আসেন।
মৃৎশিল্পী বলেন, হাইকমিশনের সঙ্গে প্রাথমিক ভাবে কথা হয়েছে। তারা মূর্তিটি দেখে সম্মতি দিলে এই মূর্তিটি ব্রোঞ্জ ধাতু দিয়ে গড়া হবে।
তার শিল্পকৃতি যে দু’বাংলার বন্ধনকে আরও মজবুত করবে, তেমনটাই মনে করেন সুবীর। তার মতে, এটি শুধুমাত্র কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের সুনাম নয়। এর ফলে দুই বাংলার মিলন আরও দৃঢ় হবে।
























