কাঁচা মরিচের দাম ১০ গুণ বৃদ্ধি, কোনো সভ্যতার লক্ষণ নয়
- আপডেট সময় : ০৬:১৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
কাঁচা মরিচের মূল্য ১০ গুণ বৃদ্ধি কোনো কারণ নেই। এটি কোনো সভ্যতার লক্ষণ নয়। প্রতি বছর বর্ষায় মরিচের উৎপাদন কমে, তাতে সাময়িক দাম কিছুটা বৃদ্ধি পায়। কোন বছরই কাঁচা মরিচের দাম এমন রেকর্ড গড়েনি। তার মানে বাজারে অদৃশ্য কোনো হাত কাজ করেছে। যে কারণে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা কেজিতে পৌঁছোয়।
কারওয়ান বাজারের ব্যবসায়ীদের উদ্দেশে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, আপনারা কারওয়ান বাজারের পাঁচ-দশজন লোক বাংলাদেশকে জিম্মি করে ফেলছেন।
বিক্রেতাদের ক্রয়-বিক্রয় রশিদ রাখতে হবে। প্রয়োজনে কঠোর থেকে কঠোরতম জায়গায় যাবো। কারণ, এভাবে তো চলতে পারে না।
নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্থিতিশীল রাখতে সুপারশপ, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ কথা বলেন।
ঢাকার কারওয়ান বাজারের কয়েকজন ব্যবসায়ী পুরো দেশকে জিম্মি করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।




















