কলকাতার হাসপাতালে দুই কীর্তিমান বঙ্গসন্তান শীর্ষেন্দু ও সন্ধ্যা রায়

- আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
দু’জনের বাড়িই বাংলাদেশে। একজনের বাড়ি ময়মনসিংহে অপর জনের বাড়ি যশোরের বেজপাড়ায়। একজন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও অপর জন প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা রায়।
শীর্ষেন্দু বাবুর বয় এখন ৮৮ বছর। ১৯৩৫ সালের ২ নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহে। দেশভাগের সময় তিনি ভারতে চলে আসেন। বাবার রেলের চাকরির সুবাদে তিনি ভারতের বিভিন্ন স্থান ঘুরেছেন।
১৯৮৮ সালে মানবজমিন উপন্যাসের জন্য ভারতের সাহিত্য একাডেমি পুরস্কার পান। আনন্দ পুরস্কারসহ আরও অনেক পুরস্কারও এসেছে তার।
অভিনেত্রী সন্ধ্যা রায়ের বয়স এখন ৭৯ বছর। গত শতকের ষাট-সত্তর দশকে অনুপ কুমার-সন্ধ্যা রায় জুটি বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় ছিল। শনিবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সন্ধ্যার যশোরের বেজপাড়ার মেয়ে। তিনি বিয়ে করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারকে।
২০১৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসনে তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হন। ২০১৯ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন।
শীর্ষেন্দু বাবুর পেসমেকার পরিবর্তনের জন্য দিনদুয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুরোনো পেসমেকারটিতে জটিলতা দেখা দেয়। ইতিমধ্যে তাঁর নতুন পেসমেকার বসানো হয়েছে। শারীরিকভাবে সুস্থ এই সাহিত্যিক। তবে আরও কয়টি দিন তাঁকে হাসপাতালে কাটাতে হবে।