সংবাদ শিরোনাম ::
‘ওপেন হাউজ’ ভারতীয় হাইকমিশনের অভিযোগ সমাধানে নব উদ্যোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের অভিযোগসমূহের সমাধান করার ও কনস্যুলার পরিষেবাগুলোর বিষয়ে পরামর্শ গ্রহণ করার জন্য একটি ‘ওপেন হাউজ’ আয়োজন করে। হাই কমিশনার প্রণয় ভার্মা এই কর্মকাণ্ডে যোগ দেন ও সম্প্রদায়ের সদস্যদের প্রশ্ন ও উদ্বেগসমূহের কথা শোনেন।
মঙ্গলবার আয়োজিত ‘ওপেন হাউজ’ বৈঠকে হাই কমিশনার সম্প্রদায়ের সদস্যদের আশ্বস্ত করেন যে তাদের অভিযোগ এবং পরামর্শগুলো বিবেচনা করা হবে ও সেগুলোর সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
‘ওপেন হাউজ’ ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের কনস্যুলার পরিষেবা সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার উদ্দেশে একটি প্ল্যাটফর্ম প্রদানের লক্ষ্যে ও সেগুলোর সুরাহা করার জন্য বাস্তব সমাধান অন্বেষণে আয়োজন করা হয়।




















