এসএসসি পাসে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরির সুযোগ
- আপডেট সময় : ১০:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
জনবল নেবে স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকা। পৃথক চার পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র দু’দিন। যারা আবেদন করেননি, তারা করুন।
পদের বিবরণ:
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৩৩৫ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই http://sbdhaka.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগহ্রী প্রার্থীরা আগামী ১৬ মে, ২০২৪ ইং বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

























