এমপি খুনের তদন্তে কলকাতায় ঢাকার গোয়েন্দা
- আপডেট সময় : ০৭:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের সংসদ সদস্যের খুনের রহস্য তদন্তে ঢাকার গোয়েন্দা পুলিশের তিনসদস্যে একটি দল ভারত আসছে। রবিবারের মধ্যে গোয়েন্দারা কলকতায় আসছেন এবং তিনসদস্যের গোয়েন্দা টিমের নেতৃত্বে তাকছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (২৫ মে) ঢাকার মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
হারুন অর রশদি বলেন, ভারতীয় পুলিশ হত্যার ঘটনাটি তদন্ত করছে। শনিবার রাত অতবা রবিবার তার নেতৃত্বে তিনজন গোয়েন্দা আধিকারীক ভারত পৌছাবেন। সরকারিভাবে আদেশ (জিও) হয়েছে, বাকী আইজিপি নির্দেশ। পূর্ব শত্রুতার জেরে এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কারণ ছাড়াও রাজনৈতিক বিষয়ও হত্যাকান্ডের নেপথ্যে থাকার আশঙ্কা করওেছ গোয়েন্দারা। তবে তদন্তে সব পরিষ্কার হবে।
এমপি খুনে জড়িত গ্রেপ্তারকৃত লাস্যময়ী তরুণী শিলাস্তি ঢাকার গোয়েন্দা হেফাজতে
এদিকে এমপি আজিমের মরদেহের সন্ধান এখনো মেলেনি। শনিবার (২৫ মে) দুপুরে দ্বিতীয় দিনের মতো ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার জিরানগাছা খালে তল্লাশি চালায় ভারতীয় সিআইডি ও পোলেরহাট থানার পুলিশ। ব্যাপক তল্লাশির পরেও মরদেহের কোনো অংশ খুঁজে না পাওয়ায় দুপুর ২টার দিকে অভিযান বন্ধ করে দেওয়া হয়।




















