এনআইডি নিবন্ধন, হাদি ও শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন তারেক রহমান
- আপডেট সময় : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন।
নির্বাচন কমিশনে গিয়ে তিনি আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে।
বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে হলে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ড, অর্থাৎ গুলশান এলাকা থেকে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন।

ভোটার তালিকাভুক্তির মাধ্যমে তার সাংবিধানিক অধিকার ও দায়িত্ব পালনের এই পদক্ষেপকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এর আগে পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ জন বীর সেনা কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে ঢাকার বনানী সামরিক কবরস্থানে তিনি একে একে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন। বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয় সেই ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তারেক রহমানের এই সফর রাজনৈতিক ও সামাজিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে তিনি সম্প্রতি সন্ত্রাসীর গুলিতে নিহত জুলাইযোদ্ধা ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে সেখান থেকে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যান।

নির্বাচন কমিশনে পৌঁছে তারেক রহমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেন। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে। বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক।
সে অনুযায়ী তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ড (গুলশান এলাকা) থেকে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। এর আগেও তিনি বনানী কবরস্থানে তাঁর প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।
ধারাবাহিক এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় স্মৃতি, পারিবারিক আবেগ এবং সাংবিধানিক দায়িত্ব-তিনটির প্রতি সম্মান জানিয়ে চলেছেন বিএনপির তারেক রহমান।




















