এক বাগাড় মাছের দাম অর্ধলক্ষ টাকা
- আপডেট সময় : ০৫:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে সোমবার জেলেরা সাড়ে ৩৬ কেজি ওজনের বিপন্ন এই বাগাড় মাছটি বিক্রি করতে নিয়ে আসে। পরে মাছটি নিলামে তোলা হয়।
পদ্মা ও যমুনা নদীর মোহনায় ভোরে মাছ শিকার করছিলেন মৎস্যজীবীরা। জাল গুটিয়ে নৌকায় তোলার আগে দেখতে পান দৈত্যকৃতির বাগাড়। বাগাড়টি নৌকায় তুল গিয়ে অনেক বেগ পেত হয়। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে আসেন।
সেখানে মাছটির ওজন করেন দেখা যায় ৩৬ কেজি ৬০০ গ্রাম। এরপর নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ৪৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে মাছ ৪৮ হাজার টাকায় বিক্রি করেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সোমবার সকালে সাড়ে বিপন্ন বাগাড় মাছটি একনজর দেখতে মানুষ ভিড় জমায়।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ভোরে নদীতে প্রায় এক মণ ওজনের বাগাড় ধরা পড়ার খবর পেয়ে বাজারে আসেন। সকাল ৭টার দিকে দুলাল মণ্ডলের আড়তে বাগাড়টি নিলামে তোলা হয়।
১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি ৬ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখলে ঢাকামুখী বহু মানুষ তা দেখতে ভিড় করেন। দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার এক বড় ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে ৪৮ হাজার টাকায় বিক্রি করেছেন।
বাগাড় বিপন্ন প্রজাতির জানা সত্ত্বেও কিনছেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাগাড় যাঁরা ধরেন ও বিক্রি করেন, অপরাধ করলে তারা করেছে। আড়তে নিলামে তোলা হলে আমরা কিনে নিই। এ ছাড়া কোনো দিন এ ব্যাপারে অভিযান চালাতে দেখিনি।




















