ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে-চীনা রাষ্ট্রদূত তৈরি পোশাকখাত এখন পোশাক খাত এখন আইসিইউতে: মোহাম্মদ হাতেম তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ব্যবসা মন্দা, আয় সংকোচন ও রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি  নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি

একটি আলোচনা সভা এবং থমকে যাওয়া জীবনের কথা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার’ চাই শীর্ষক গোলটেবিল আলোচনায়

সড়ক দুর্ঘটনার কিছুদিন পর সবাই এই ঘটনা ভুলে যায়, কিন্তু এই ঘটনায় ভুক্তভোগীদের জীবন থেমে যায়

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

যাত্রী অধিকার দিবস ২০২৩ উপলক্ষে ‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজিন করা হয়। এই আলোচনা অনুষ্ঠান এক পর্যায়ে শোকাবহ হয়ে ওঠে।

কারণ, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে, একটি পরিবারের চলার পথ থমকে যায়। দুর্ঘটনার কথা সবাই ভুলে যায়, কিন্তু ভুক্তভোগীদের জীবন যায় থেমে।

গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে রাহিদা আঞ্জুম জানান, তার বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ১৬ জুলাই মিরপুরের কালশী উড়ালসড়কের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আরশাদ হাসান। এ সময় বাসের ধাক্কায় নিহত হন।

এ কথা উল্লেখ করে শোককাতর একমাত্র মেয়ে রাহিদা আঞ্জুম চোখের পানি ফেলেন। তিনি স্নাতক শেষ করেছেন। তার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এই দুর্ঘটনার তাদের পরিবার বিপর্যয়ের মধ্যে পড়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য লুৎফুন্নেছা খান বলেন, বাসের মালিকদের অনেকে রাজনৈতিক ও স্বনামধন্য ব্যক্তি। অনেকে সংসদ সদস্যও আছেন। কিন্তু তারা সড়ক দুর্ঘটনা নিয়ে মাথা ঘামান না।

সড়ক দুর্ঘটনা কমাতে টহল পুলিশ ও ট্রাফিক পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করছে কি না, তা দেখতে হবে উল্লেখ করে লুৎফুন্নেছা বলেন, জীবনের মূল্য অনেক বেশি। তাই রাস্তা পারাপারের সময় নিজেদেরও সতর্ক থাকতে হবে। চালকদের নিয়মিত ডোপ টেস্ট করানোর ব্যবস্থা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, দেশে বড় বড় অবকাঠামো হচ্ছে। বড় রাস্তা হচ্ছে, এক্সপ্রেসওয়ে হচ্ছে।

মেট্রোরেল হয়েছে। কিন্তু মানুষের জীবন রক্ষা করতে পারছি না। দুর্ঘটনা বন্ধ করতে সরকারের বড় দায়িত্ব রয়েছে। তবে নিজেদেরও সচেতন হতে হবে। ট্রাফিক আইন মানতে হবে।

করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করা গেলেও সড়ক দুর্ঘটনা রোধ করতে ব্যবস্থা না নেওয়ায় আক্ষেপ জানিয়ে কাজী রিয়াজুল হক বলেন, প্রতিদিন সড়কে ৬০ জন মানুষ মারা যাচ্ছেন। কত মায়ের বুক খালি হচ্ছে। এসব সহ্য করার মতো নয়।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত দেড় দশকে সড়কে যে হারে উন্নয়ন হয়েছে, সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনায় আমরা ততটা পিছিয়ে আছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২৪ হাজার ৯৫৪ জনের প্রাণহানি ঘটে।

যোগাযোগ সেক্টরে অবকাঠামো নির্মাণে লাখো কোটি টাকা ব্যয় হলেও বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশের শহর ও শহরতলিতে যাতায়াতের জন্য মানসম্মত কোনো গণপরিবহন নেই। রাজধানীতে দীর্ঘ কয়েক দশক ধরে ভাঙা, লক্কড়ঝক্কড় বাসে অস্বাভাবিক ভোগান্তি নিয়ে প্রায় সাড়ে চার কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত করতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একটি আলোচনা সভা এবং থমকে যাওয়া জীবনের কথা

আপডেট সময় : ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার’ চাই শীর্ষক গোলটেবিল আলোচনায়

সড়ক দুর্ঘটনার কিছুদিন পর সবাই এই ঘটনা ভুলে যায়, কিন্তু এই ঘটনায় ভুক্তভোগীদের জীবন থেমে যায়

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

যাত্রী অধিকার দিবস ২০২৩ উপলক্ষে ‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজিন করা হয়। এই আলোচনা অনুষ্ঠান এক পর্যায়ে শোকাবহ হয়ে ওঠে।

কারণ, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে, একটি পরিবারের চলার পথ থমকে যায়। দুর্ঘটনার কথা সবাই ভুলে যায়, কিন্তু ভুক্তভোগীদের জীবন যায় থেমে।

গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে রাহিদা আঞ্জুম জানান, তার বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ১৬ জুলাই মিরপুরের কালশী উড়ালসড়কের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আরশাদ হাসান। এ সময় বাসের ধাক্কায় নিহত হন।

এ কথা উল্লেখ করে শোককাতর একমাত্র মেয়ে রাহিদা আঞ্জুম চোখের পানি ফেলেন। তিনি স্নাতক শেষ করেছেন। তার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এই দুর্ঘটনার তাদের পরিবার বিপর্যয়ের মধ্যে পড়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য লুৎফুন্নেছা খান বলেন, বাসের মালিকদের অনেকে রাজনৈতিক ও স্বনামধন্য ব্যক্তি। অনেকে সংসদ সদস্যও আছেন। কিন্তু তারা সড়ক দুর্ঘটনা নিয়ে মাথা ঘামান না।

সড়ক দুর্ঘটনা কমাতে টহল পুলিশ ও ট্রাফিক পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করছে কি না, তা দেখতে হবে উল্লেখ করে লুৎফুন্নেছা বলেন, জীবনের মূল্য অনেক বেশি। তাই রাস্তা পারাপারের সময় নিজেদেরও সতর্ক থাকতে হবে। চালকদের নিয়মিত ডোপ টেস্ট করানোর ব্যবস্থা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, দেশে বড় বড় অবকাঠামো হচ্ছে। বড় রাস্তা হচ্ছে, এক্সপ্রেসওয়ে হচ্ছে।

মেট্রোরেল হয়েছে। কিন্তু মানুষের জীবন রক্ষা করতে পারছি না। দুর্ঘটনা বন্ধ করতে সরকারের বড় দায়িত্ব রয়েছে। তবে নিজেদেরও সচেতন হতে হবে। ট্রাফিক আইন মানতে হবে।

করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করা গেলেও সড়ক দুর্ঘটনা রোধ করতে ব্যবস্থা না নেওয়ায় আক্ষেপ জানিয়ে কাজী রিয়াজুল হক বলেন, প্রতিদিন সড়কে ৬০ জন মানুষ মারা যাচ্ছেন। কত মায়ের বুক খালি হচ্ছে। এসব সহ্য করার মতো নয়।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত দেড় দশকে সড়কে যে হারে উন্নয়ন হয়েছে, সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনায় আমরা ততটা পিছিয়ে আছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২৪ হাজার ৯৫৪ জনের প্রাণহানি ঘটে।

যোগাযোগ সেক্টরে অবকাঠামো নির্মাণে লাখো কোটি টাকা ব্যয় হলেও বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশের শহর ও শহরতলিতে যাতায়াতের জন্য মানসম্মত কোনো গণপরিবহন নেই। রাজধানীতে দীর্ঘ কয়েক দশক ধরে ভাঙা, লক্কড়ঝক্কড় বাসে অস্বাভাবিক ভোগান্তি নিয়ে প্রায় সাড়ে চার কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত করতে হয়।